![মাদারীপুরে এসডিএস কর্তৃক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/08/28/abnews-24.bbbbbb_97169.jpg)
মাদারীপুর, ২৮ আগস্ট, এবিনিউজ : মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের চতুর পাড়া এলাকায় হারভেস্ট প্লাস সহযোগিতায়, শরিযাতপুর ডেভলপমেন্ট সোসাইাট (এসডিএস) কর্তৃক গতকাল রবিবার দিনব্যাপি ডেমো কৃষক জিংক ধানের চাষাবাদ ও উহার গুরুত্বেও বিষয় প্রশিক্ষনের আয়োজন করা হয়।
শরিয়তপুর ডেভলপমেন্ট সোসাইাট (এসডিএস) এর প্রকল্প সমন্বয়কারী কৃষিবিদ মোঃ মোস্থফা কামাল সঞ্চালনায় মস্তফাপুর ইউনিয়নের ব্রি ধান ৭২ চাষ কারী ২৫ জন ডেমো কৃষকদের নিয়ে মস্তফাপুর ইউনিয়নের চতুর পাড়া এলাকায় মফেজ বেপারীর বাড়ীতে জিংকের উপকারীতা, জিংক ধানের বৈশিষ্ট্য ও চাষাবাদ নিয়ে প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। উক্ত কৃষক প্রশিক্ষন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলার কৃষি কর্মকর্তা জনাব আব্দুল কাদের সরদার, হারভেস্ট প্লাস বাংলাদেশ এর এ আর ডি ও তম্ময় শাহা, সদর উপজেরার উপসহকারী কৃষি কর্মকর্তা হেমায়েত হোসেন, দৈনিক আমার সংবাদ প্রত্রিকার মাদারীপুর জেলা প্রতিনিধি সাব্বির হোসাইন (আজিজ)সহ প্রমুখ্য।
এবিএন/সাব্বির হোসাইন আজিজ/জসিম/তোহা