![মাদারীপুরে ইয়াবাসহ এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/08/28/rased aresst db_97183.jpg)
মাদারীপুর, ২৮ আগস্ট, এবিনিউজ : মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের পাতিলাদী এলাকায় গত রবিবার গোপন সংবাদের ভিতিত্বে জেলা গোয়েন্দা(ডিবি) শাখার এস আই এনামুল হক মন্ডল নেতৃত্বে ও এ এস আই শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ একটি দল অভিযান চালিয়ে মোঃ সৈয়দ রাশেদ (৩২) নামে এক ব্যাক্তিকে ১৬০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেন।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায় গোপন সংবাদের ভিতিত্বে ডিবি পুলিশ পেয়ারপুর ইউনিয়নের পূর্ব এওজ এলাকায় অরিন এন্টার প্রাইজ এর সামনে থেকে মৃত সৈয়দ সিরাজ এর ছেলে সৈয়দ রাশেদকে চ্যালেঞ্জ করে তাহার দেহ তল্লাশি করে ১৬০ পিচ ইয়াবাসহ ডিবি পুলিশ গ্রেফতার করে।
এ ব্যাপারে মাদারীপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ শুকদেব সত্যতা স্বীকার বলেন মাদারীপুর জেলা কে মাদক মুক্ত না করা পর্যন্ত ডিবি পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে। জিঞ্জাসাবাদে ধৃত মোঃ সৈয়দ রাশেদ (৩২) নিজে উক্ত মাদক ব্যবসায়ের সাথে জরিত বলে স্বীকার করে। এ ঘটনায় মাদারীপুর সদর মডেল থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়। সদর থানা মামলা নং-৫৫।
এবিএন/সাব্বির হোসাইন আজিজ/জসিম/ইমরান