শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

ঝালকাঠিতে র‌্যাব এর অভিযানে অস্ত্রসহ আটক ১

ঝালকাঠিতে র‌্যাব এর অভিযানে অস্ত্রসহ আটক ১

ঝালকাঠি, ২৮ আগস্ট, এবিনিউজ : র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের অভিযানে (র‌্যাব-৮) ঝালকাঠি-বরিশাল সড়ক সংলগ্ন এলাকা থেকে দেশীয় ওয়ান শুটারগান ও তাজা ০৩ রাউন্ড গুলিসহ মো. বাদল খাঁন (৩২) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে। গতকাল রবিবার গভীর রাতে নলছিটি উপজেলার শ্রীরামপুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।

আটক মো. বাদল খাঁন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার আব্দুর রশিদ খাঁনের ছেলে। বরিশাল র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মেজর সোহেল রানা প্রিন্স এই অভিযান পরিচালনা করেন বলে র‌্যাব সূত্রে জানাগেছে।

আজ সোমবার বেলা ১২টার দিকে বরিশাল র‌্যাবের পক্ষ থেকে এক ইমেল বার্তায় ও সরেজমিন শ্রীরামপুর বাজারে প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার রাতে র‌্যাব-৮ এর সদস্যদের একটি টহল দল গোপন সূত্রে জানতে পারেন ঝালকাঠি-বরিশাল সড়ক সংলগ্ন শ্রীরামপুর বাজার অবৈধ অস্ত্রসহ এক সন্ত্রাসী অজ্ঞাত কারনে অবস্থান করছে।

সূত্রে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা শ্রীরামপুর বাজারে পৌছে ও সন্ত্রাসী বাদল খাঁনকে শনাক্ত করার পর ধাওয়া দিয়ে সন্ত্রাসী বাদল দৌড় দেয়। র‌্যাব সদস্যরা তাকে পেছন থেকে ধাওয়া করে ঝাপটে ধরে। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে একটি দেশীয় ওয়ান শুটারগান ও তাজা ০৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানিয়েছে, বাদল খাঁন বিভিন্ন সময়ে এলাকাতে অস্ত্র দেখিয়ে সাধারণ মানুষকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদানসহ নানা রকম সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছিল। ঈদ-উল-আজহাকে সামনে রেখে সন্ত্রাসী বাদল বড় ধরণের কোন নাশকতা অথবা অপরাধ সংঘটনের জন্য এই অবৈধ অস্ত্র ও গুলি মজুদ করেছে বলে ধারণা করছেন।

এই ঘটনায় রাতেই সন্ত্রাসী বাদল খাঁনকে নলছিটি থানায় সোপর্দ করে র‌্যাবের ডিএডি মো. হাবিবুর রহমান বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন।

এবিএন/আজমীর/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত