শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • ঝালকাঠির ডাকাতির স্বর্নালংকারের আংশিক ঢাকা থেকে উদ্ধার: আটক-৩

ঝালকাঠির ডাকাতির স্বর্নালংকারের আংশিক ঢাকা থেকে উদ্ধার: আটক-৩

ঝালকাঠির ডাকাতির স্বর্নালংকারের আংশিক ঢাকা থেকে উদ্ধার: আটক-৩

ঝালকাঠি, ২৯ আগস্ট, এবিনিউজ : শহরের পশ্চিম ঝালকাঠির এক বাড়িতে ডাকাতি হওয়া স্বনাংলকারের মধ্যে ঢাকার ফার্মগেট এলাকার চৈতি জুয়েলার্স নামে একটি জুয়েলারী থেকে আংশিক উদ্ধার করেছে পুলিশ। আংশিক স্বনাংলকার উদ্ধারের পর উক্ত জুয়েলার্সের ম্যানেজারসহ ৩ জনকে আটকের পর পুলিশ তাদের ঝালকাঠিতে নিয়ে এসেছে। এ ঘটনায় ডাকাতদের লুটে নেয়া ২৭ ভরি স্বর্নারংকারের মধ্যে মাত্র সাড়ে তিন ভরি স্বর্নালংকার উদ্ধার করা সম্ভব হয়েছে ।

আটককৃতরা হলেন, ঢাকার ফারমভিউ ট্যাওয়ারের চৈতি জুয়েলার্সের ম্যানেজার উত্তম সাহা ও দুই কর্মচারী সুমন শেখ ও আকাল হালদার। শেরেবাংলা নগর থানার সহায়তায় বরিবার বিকেলে ঝালকাঠি সদর থানার পরির্দশক (ওসি) মো: তাজুল ইসলামের নেতৃত্বে তাদের আটক করা হয়েছে। সোমবার বিকেলে ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম এ ব্যাপারে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন।

প্রসঙ্গত, গত ২৬ ফেব্রয়ারি শহরের পশ্চিম ঝালকাঠি এলাকার আব্দুস সালামের বাড়িতে ডাকাতি হয়। ডাকাত দল ২৭ ভরি স্বর্নারংকারসহ ১৭ লাখ টাকার মালামাল লুন্ঠন করে। ওই মামলার তদন্ত কর্মকতা সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. ফারুক আলম জানান, গত সপ্তাহে উক্ত ডাকাতি মামলায় ৪ জনকে পিরোজপুর জেলার ভান্ডারিয়া বাসষ্টান্ড থেকে পুলিশ গ্রেপ্তার করেন। গ্রেফতারকৃত ডাকাত দলের ৪ সদস্যকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ কালে তারা ঢাকার ফারমভিউ ট্যাওয়ারের চৈতি জুয়েলার্সের লুন্ঠিত স্বর্নালংকারের কিছু অংশ বিক্রি করা হয়েছে বলে জানায়। তাদের দেয়া তথ্য অনুযায়ী বরিবার চৈতি জুয়েলার্সে অভিযান চালিয়ে ম্যানেজারসহ ৩ জনকে প্রাথমিকভাবে আটক করা হয়েছে। এ ব্যাপারে আটককৃতদের আরও জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ সূত্রে জানাগেছে।।

এবিএন/আজমীর হোসেন তালুকদার/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত