শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • বন্যাদুর্গতদের শিক্ষাজীবন রক্ষায় খাগড়াছড়িতে মিছিল ও স্মারকলিপি পেশ

বন্যাদুর্গতদের শিক্ষাজীবন রক্ষায় খাগড়াছড়িতে মিছিল ও স্মারকলিপি পেশ

বন্যাদুর্গতদের শিক্ষাজীবন রক্ষায় খাগড়াছড়িতে মিছিল ও স্মারকলিপি পেশ

খাগড়াছড়ি, ২৯ আগস্ট, এবিনিউজ : খাগড়াছড়ি পার্বত্য জেলায় উত্তরবঙ্গে বন্যাদুর্গত শিক্ষার্থীদের অন্তত এক বছরের বেতন-ফি মওকুপ, বিনামূল্যে শিক্ষা উপকরণ সরবরাহ করা এবং ক্ষতিগ্রস্থ’ শিক্ষাপ্রতিষ্ঠা পুননির্মাণ ও সংস্কার করার দাবীতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট’র খাগড়াছড়ি জেলা শাখা মিছিল ও শিক্ষামন্ত্রি বরাবর স্মারকলিপি পেশ করেছে। গত এক মাস ধরে প্রবল বন্যায় বাংলাদেশের উত্তরবঙ্গের সব জেলা প্লাবিত হয়। এতে বন্যায় প্রায় ৭৫লক্ষ মানুষ ক্ষতিগ্রস্থ’ হয়। লাখ লাখ গরীব মানুষ তাদের নিজেদের বাড়িঘর থেকে উচ্ছেদ হয়ে, পানির মধ্যে মাচা তুলে বা নৌকায় আশ্রয় নিয়ে মানবেতর জীবন যাপন করছে। শিক্ষার্থীদের স্বাভাবিক জীবনে ফেরা কঠিন হয়ে পড়েছে। চার হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। তাদের বই, খাতাপত্র পানিতে ভাসিয়ে নিয়ে গেছে। সরকারি যেসব ত্রাণ পাচ্ছে তা খুবই সামান্য। তারা দাবী করে এই শিক্ষার্থীদের শিক্ষাজীবন রক্ষার্থে রাষ্ট্রকেই ভূমিকা নিতে হবে।

এইসব দাবী নিয়ে সকাল সাড়ে ১০টায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মিছিল বের করে। মিছিলটি শাপলা চত্বর থেকে শুরু হয়ে ডিসি অফিস পর্যন্ত যায়। সেখানে শিক্ষামন্ত্রী বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপি প্রদান শেষে মিছিল নিয়ে শাপলা চত্বরে এসে শেষ করে। মিছিল শেষে পথসভায় ছাত্র ফ্রন্ট, জেলা শাখার সাধারণ সম্পাদক অরিন্দম কৃষ্ণ দে এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ছাত্র ফ্রন্টর জেলা শাখার আহ্বায়ক মো: কবির হোসেন। বক্তারা তাদের দাবী দাওয়া গুলো তুলে ধরে এবং দাবীগুলো পূরণ করার আহ্বান জানান। অরিন্দম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এবিএন/ চাইথোয়াই মারমা/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত