![খাগড়াছড়িতে প্রধানমন্ত্রী ও গৃহায়ন-গনপুর্তমন্ত্রী বরাবর আইডিইবি’র স্মারকলিপি](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/08/29/khagrachari-ideb@abnews_97319.jpg)
খাগড়াছড়ি, ২৯ আগস্ট, এবিনিউজ : খাগড়াছড়ি পার্বত্য জেলায় বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড(বিএনবিসি) জনস্বার্থ বিরোধী ধারা উপ-ধারা সংযোজনের মাধ্যমে ডিপ্লোমা ই্ঞ্জিনিয়ারদের অবমূল্যায়ন করার ষড়যন্ত্রের প্রতিবাদ এবং প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী পেশাগত সমস্যা সমাধানের আহবানে ৩দফা দাবি সংম্বলিত প্রধানমন্ত্রী ও গৃহায়ন-গনপুর্তমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করেছে। রোববার বিকেলে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: রাশেদুল ইসলাম’র মাধ্যমে ইনষ্টিটিউশন ডিপ্লোমা ই্ঞ্জিনিয়ার্স অব বাংলাদেশ(আইডিইবি) জেনিক কর্তৃক এ স্বারকলিপিটি প্রদান করা হয়। স্বারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো: সোহেল হোসেন, ইনষ্টিটিউশন ডিপ্লোমা ই্ঞ্জিনিয়ার্সঅব বাংলাদেশ(আইডিইবি) জেনিক সাধারন সম্পাদক মো: সাদেকুর ইসলাম, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশল পরিষদ’র খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি চাইথোয়াই মারমা, সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো: শফিকুল ইসলামসহ সদস্য প্রকৌশলীরা।
তিনটি দাবীর গুলো মধ্যে-জাতীয় স্বার্থ বিরোধী ডিপ্লোমা ই্ঞ্জিনিয়ারদেরঅবমূল্যায়ন ও হেয় ষড়যন্ত্রমূলক ভাবে প্রনীত বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড(বিএনবিসি) ২০১৫ আইডিইবি’র সুপারিশ অনুযায়ী জনস্বার্থে সংশোধন করতে হবে। ঢাকা ইমারত নির্মান বিধিমালা ২০০৮ সরকার কর্তৃক গঠিত আন্ত:মন্ত্রনালয় কমিটির সুপারিশ অনুযায়ী ও প্রদানমন্ত্রী সদয় ঘোষনা অনুযায়ী সংশোধন করে অবিলম্বে গেজেট আকারে প্রকাশ করতে হবে। প্রাথমিক নিযুক্তিতে ডিগ্রী প্রকৌশলীদের(সহকারী প্রকৌশলী) ন্যায় ডিপ্লোমা প্রকৌশলীদেরও(উপ-সহকারী প্রকৌশলী ও সমমানের কর্মরত) একটি অগ্রিম বর্ধিত বেতন প্রদান, ডিজাইন ও প্লানিং এ কর্মরত ডিপ্লোমা ই্ঞ্জিনিয়ারদেরকে সহকারী প্রকৌশলীদের ন্যায় ৩টি অতিরিক্ত বর্ধিত বেতন প্রদান, পদোন্নতি কোটা ৫০শতাংশ এ উন্নীত করার প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি ও ঘোষনা বাস্তবায়ন করতে হবে এবং প্রাইভেট সেক্টরে কর্মরত ডিপ্লোমা ই্ঞ্জিনিয়ারদেরপ্রাথমিক নিযুক্তিতে জাতীয় বেতন স্কেলের সাথে সাম্যজ্ঞস্য রেখে ন্যুনতম সন্তোষজনক বেতন স্কেল ঘোষনা করতে হবে।
এবিএন/ চাইথোয়াই মারমা/জসিম/নির্ঝর