![মেলান্দহে বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকের মাঝে ধানের চারা-বীজ বিতরণ](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/08/29/abnews-24.bbbbbbbb_97373.jpg)
জামালপুর, ২৯ আগস্ট, এবিনিউজ : জামালপুরের মেলান্দহে ২৯আগস্ট বন্যায় ক্ষতিগ্রস্থ প্রান্তিক চাষীদের মাঝে নাবী জাতের রোপা আমন ধান বীজ ও চারা বিতরণ করা হয়। বিএডিসি ও কৃষি গবেষণা ইন্সস্টিটিউটের সহায়তায় এ উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কৃষিমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আশ্রাব উদ্দিন আহমেদ এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন। জেলা প্রশাসক আহমেদ কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-উপজেলা চেয়ারম্যান আলহাজ একেএম হাবিবুর রহমান চাঁন, জেলা কৃষি অধিদপ্তরের উপপরিচালক আবু হানিফ ও উপজেলা কৃষি অফিসার ড. মাহফুজুল হকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, প্রায় তিন শ’ কৃষকের মাঝে প্রতিজনকে ১ বিঘা জমির ধানের চারা এবং ৫ কেজি করে ধানবীজ বিতরণ করা হয়।
এবিএন/শাহ্ জামাল/জসিম/তোহা