![জামালপুরে মাকে পিটিয়ে হত্যা : ছেলে আটক](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/08/29/jamalpur_abnews24 copy_97374.jpg)
জামালপুর, ২৯ আগস্ট, এবিনিউজ : জামালপুরে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ছেলে মনির উদ্দীন (২৮)-কে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গতকাল ২৮আগস্ট দিবাদহ রাত ৯টায় সদর উপজেলার রনরামপুরে। জানাগেছে, রাতের খাবার নিয়ে মা-হাজেরা বেগমের (৪৭)’র সাথে ছেলে মনির উদ্দিনের বাদানুবাদ হয়। এ ঘটনায় ছেলে মনির উদ্দিন ক্ষিপ্ত হয়ে কাঠের টুকরো দিয়ে মাকে পিটিয়ে হত্যা করে। খবর পেয়ে প্রতিবেশীরা বখাটে ছেলেকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। জামালপুর সদর থানার ওসি মো. নাসিমুল হয়েছে।
এবিএন/শাহ্ জামাল/জসিম/তোহা