![আগৈলঝাড়ায় সড়ক দূর্ঘটনায় মৃত ১](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/08/29/agailjhara_abnews_97405.jpg)
আগৈলঝাড়া (বরিশাল), ২৯ আগস্ট, এবিনিউজ : বরিশালের আগৈলঝাড়ায় সড়ক দূর্ঘটনায় ১ জনের মৃত্যু ও ইউপি চেয়ারম্যানসহ ৩ জন আহত হয়েছে। গুরুতর অবস্থায় ২ জনকে বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার আগৈলঝাড়া-বাশাইল-ডাসার সড়কের বাকপাড়া নামক স্থানে সড়ক পারাপারের সময় যামিনী সরকার (৮০) নামে এক বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদারকে বহনকারী মোটরসাইকেলটি সড়কের পাশে গাছের সাথে ধাক্কা খায়।
এ সময় বৃদ্ধা যামিনী সরকার, ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, মোটরসাইকেল চালক লিটন হাওলাদার, সাথে থাকা খলিল তালুকদার গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেয়ার পরে উন্নত চিকিৎসার জন্য যামিনী সরকার, মোটরসাইকেল চালক লিটন হালদারকে বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়ার পথে যামিনী সরকারের মৃত্যু হয়।
মৃত যামিনী সরকারকে গতকাল সোমবার রাতেই ধর্মীয় বিধানমতে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
এবিএন/অপূর্ব/জসিম/এমসি