![তারাগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিএনপি’র চারা বিতরণ](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/08/29/bnp_abnews1_97409.jpg)
তারাগঞ্জ (রংপুর), ২৯ আগস্ট, এবিনিউজ : রংপুরের তারাগঞ্জ উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে ধানের চারা বিতরণ করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী।
গতকাল সোমবার সকাল ১০টায় রংপুর তারাগঞ্জ উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে রোপা আমন চারা বিতরণ করা হয়। সভাপতত্বি করেন, তারাগঞ্জ উপজেলা শাখার বিএনপি’র সভাপতি আব্দুর রশিদ পাটোয়ারী।
বন্যায় ক্ষতি গ্রস্থদের মাঝে চারা বিতরণী অনুষ্ঠানে তারাগঞ্জ উপজেলা শাখার বিএনপি’র সাধারন সম্পাদক মতিয়ার রহমানের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক মন্ত্রী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি আব্দুল্লা আল নোমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক মন্ত্রী ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, রংপুর জেলা বিএনপি সভাপতি সাইফুল ইসলাম, সহ-সভাপতি এ্যাডভোকেট আফতাব উদ্দিন,সহ-সভাপতি জাহাঙ্গীর আলম খান, সাধারণ সম্পাদক রইচ আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক বাদল,যুগ্ন সাংগঠনিক এ্যাডঃ শফি কামাল, প্রচার সম্পাদক ফিরোজ আলম, রংপুর জেলা ছাতদলের সভাপতি মনিরুজ্জামান হিজবুল, যুগ্ন সম্পাদক আব্দুল্লাহ আল ইমরান সুজন, সাংগঠনিক সম্পাদক ইয়াছির আরাফাত জীবন। বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে চারা বিতরণী অনুষ্ঠানে অতিথিবৃন্দ বক্তব্য রাখেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, তারাগঞ্জ উপজেলা শাখা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি রফিকুল মন্ডল,সহ-সভাপতি,মনোয়ারুল ইসলাম শাহ সাবু, সহ-সভাপতি আহসান হাবীব খান,যুগ্ন সম্পাদক মেহেদী হাসানন শিপু, যুগ্ন সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সভাপতি গোলাম কিবরিয়া, সাধারন সম্পাদক রাশেদুল আহসান খান, উপজেলা যুবদলের যুগ্ন সম্পাদক শাহাজাদা ইমরান হানিফ।
আরও উপস্থিত ছিলেন, আব্দুল হাকিম সরকার, শরীফুল ইসলাম, আব্দুল হাই, মাহামুদ, কাজল, সুজন, মিম, ডিউক, পরিতোষ, আলামিন, রাকিব খান প্রমুখ।
এবিএন/অপু/জসিম/এমসি