![গঙ্গাচড়ায় কবরস্থানের তোরণ ও সীমানা প্রাচীরের উদ্বোধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/08/29/gangachara_abnews_97425.jpg)
গঙ্গাচড়া (রংপুর), ২৯ আগস্ট, এবিনিউজ : রংপুরের গঙ্গাচড়ার বড়বিল ইউনিয়নের চৌধুরীপাড়া কেন্দ্রীয় কবরস্থানের নির্মিত তোরণ ও সীমানা প্রাচীরের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বিকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু এর উদ্বোধন করেন।
কবরস্থানের উদ্বোধন উপলক্ষে গঙ্গাচড়া মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল মজিদের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ফছিউল আলম। উপজেলা আওয়ামী লীগের সদস্য ফারুক হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, ইউপি সদস্য আতাউর রহমান আতা প্রমূখ।
এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুস সাত্তার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক এখলাস উদ্দিন লিখন, ইউপি সদস্য শাহিনুর রহমানসহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানা যায়, উপজেলা পরিষদের অর্থায়নে কবরস্থানের সীমানা প্রাচীর ও তোরণ নির্মাণে ২ লক্ষ ২৫ হাজার টাকা ব্যয় করা হয়।
এবিএন/স্বপন/জসিম/এমসি