![নলছিটিতে বীষখালি নদীর ভাঙনকুলে বিশাল মানববন্ধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/08/29/biskhale node_97443.jpg)
ঝালকাঠি, ২৯ আগস্ট, এবিনিউজ : নলছিটি উপজেলার নচনমহল ইউনিয়নের ভবানীপুর ও চাঁনপুরা এলাকাবাসী বিশখালি নদী ভাঙন রোধে ঝালকাঠি-২ আসনের এমপি শিল্পমন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু ও পানি উন্নয়ন বোর্ডসহ সরকারের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহনের জন্য দাবী জানিয়েছে। বিষখালি নদীর ভাঙনের হাত থেকে বিদ্যালয়, বাজার, লঞ্চঘাট, রাস্তা, বিস্তৃর্ন ফসলী জমি, গাছপালার বাগান ও বসতঘর রক্ষার দাবিতে ভবানীপুর বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় ভাঙন কবলিত ভবানীপুর বাজারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে ক্ষতিগ্রস্ত গ্রামগুলোর কয়েক হাজার এলাকাবাসী, বাজারের সকল ব্যবসায়ি ও ভাঙনের ঝুঁকিতে থাকা তিনটি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা অয়শ গ্রহন করেছে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, নাচনমহল ইউনিয়নের চেয়ারম্যান মো. সিদ্দকুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ বারেক মাস্টার, সাধারণ সম্পাদক মো. নান্নু তালুকদার, ইউপি সদস্য রিপন মোল্লা, স্থানীয় ব্যবসায়ী ইব্রাহিম খান ও ভবানীপুর আর্দশ মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক হিরন মোল্লা প্রমুখ। এলাকার সন্তান বাংলাদেশ সুপ্রীর কোর্টের আইনজীবী এড. মো. কাওছার হোসাইনের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, বিষখালী নদী তীরবর্তী ভবানীপুর আর্দশ মাধ্যমিক বিদ্যালয়, ভবানীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, চাঁদপুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়, ভবানীপুর বাজার ও লঞ্চঘাট এলাকায় ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। গত কয়েক দিনের ১৫-২০জনের জমি-বসতভিটা, ১০টি রেইনট্রি গাছ ও ইউনিয়নের প্রধান সড়কের কিছু অংশ নদী গর্ভে বিলীন হয়ে গেছে।
ইতিপূর্বে বিষখালী নদী তীরবর্তী এই এলাকার কয়েক বর্গ কিঃমিঃ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। গত কয়েক দিনে নদী ভাঙ্গনের প্রবনতা আশংকা জনক হারে বৃদ্ধি পাওয়ায় এলাকাবাসী দারুন উৎকন্ঠায় দিন কাটাচ্ছে। এভাবে ভাঙন অব্যাহত থাকলে ভবানীপুর গ্রামটি জেলার মানচিত্র থেকে হারিয়ে যাবে। তাই যতো দ্রুত সম্ভব বেড়িবাঁধ নির্মাণ করে রাক্ষসী বীষখালী নদীর গ্রাস থেকে ওই তিনটি বিদ্যালয়, ঐতিহ্যবাহী ভবানীপুর বাজার, ইউনিয়নের প্রধান সড়ক, লঞ্চঘাট ও শত শত গ্রামবাসীর ঘরবাড়ী রক্ষা করার জন্য দাবি জানান এলাকাবাসী।
মানববন্ধনের পরে দুপুর সাড়ে ১২টার দিকে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন পানি উন্নয়ন বোর্ডের (বরিশাল অঞ্চল) তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. রমজান আলী, নির্বাহী প্রকৌশলী মো. সাঈদ আহমেদ ও নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আশ্রাফুল ইসলাম জুপিটার।
এসময় তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ রমজান আলী সাংবাদিকদের বলেন, ‘ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে। ভাঙন কবলিত এলাকা মেপে স্টিমিট করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে’।
এবিএন/আজমীর হোসেন তালুকদার/জসিম/ইমরান