![সোনাগাজীতে এক ইভটিজারকে ৭ মাসের কারাদন্ড](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/08/30/abnews-24.bbbbb_97558.jpg)
ফেনী, ৩০ আগস্ট, এবিনিউজ : সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রীকে উক্ত্যক্তের দায়ে একরামুল হক পলাশ (১৯) নামের ইভটিজার কে ৭ মাসের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। সে উপজেলার মঙ্গলকান্দি ইউপির মির্জাপুর গ্রামের মানিক মিয়ার ছেলে। আজ বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিনহাজুর রহমান এ দন্ড প্রদান করে। একই সময়ে শহিদুল ইসলাম ও ফারাহ আল হাসান নামের অপর দুই ইভটিজারের কাছ মুচলেকা গ্রহন করে তাদের মুক্তি দেওয়া হয়। এরপূর্বে তাদের কে গতকাল মঙ্গলবার দুপুরে বক্তারমুন্সি মাদ্রাসার ছাত্রীকে উক্ত্যক্তের দায়ে আটক করে সোনাগাজী মডেল থানা পুলিশ।
এবিএন/আবুল হোসেন রিপন/জসিম/তোহা