বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • শ্রীমঙ্গলে চা বিজ্ঞানীর চীন হতে পিএইচডি ডিগ্রী অর্জন

শ্রীমঙ্গলে চা বিজ্ঞানীর চীন হতে পিএইচডি ডিগ্রী অর্জন

শ্রীমঙ্গলে চা বিজ্ঞানীর চীন হতে পিএইচডি ডিগ্রী অর্জন

শ্রীমঙ্গল, ৩০ আগস্ট, এবিনিউজ : বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ মাসুদ রানা সম্প্রতি চীন দেশ হতে ‘চা বিজ্ঞানে’ পিএইচডি ডিগ্রী অর্জন করেছেন।

ব্যক্তিগত উদ্যোগে চীনা সরকার কর্তৃক প্রদত্ত ‘চাইনীজ গভার্নমেন্ট স্কলারশীপ ২০১৩’ প্রাপ্ত হয়ে তিনি শিক্ষা ছুটি নিয়ে চীনের অ্যানহুই এগ্রিকালচারাল ইউনিভার্সিটিতে ‘টি সায়েন্স (চা বিজ্ঞান)’ বিষয়ে পিএইচডি কোর্সে অধ্যয়ণ করেন এবং জুলাই ২০১৭-তে সফলভাবে কোর্স সমাপ্ত করেন। সেখানে তাঁর গবেষণার প্রধান বিষয়বস্তু ছিল গ্রীন টি এর ফ্লেভার এর জন্য দায়ী মূল উপাদানসমূহকে সনাক্ত করা এবং বায়োটেকনোলজী ব্যবহার করে চা গাছকে সে সকল উপাদানে সমৃদ্ধ করার কৌশল বের করা।

ড. রানা চীন দেশীয় চা গাছ নিয়ে তাঁর গবেষণায় প্রথম গবেষক হিসেবে একটি জিন চা গাছে প্রতিস্থাপন করতে সমর্থ হন। এ সাফল্যের উপর পোস্টার পেপার তৈরী করে তিনি বিশ^বিদ্যালয় হতে একটি অ্যাওয়ার্ড প্রাপ্ত হন। তিনি চায়ের এরোমা (সুগন্ধি) নিয়ে আরও দু’টি গবেষণা কার্য্যক্রম সফলভাবে সমাপ্ত করেন।

এ সকল গবেষণার প্রাপ্ত ফলাফল থেকে তাঁর মোট ৫ টি গবেষণা প্রকাশণা কতগুলো স্বনামধন্য আন্তর্জাতিক জার্ণালে প্রকাশ পায় যেগুলোর মধ্যে ‘ফুড কেমিস্ট্রি’, ‘ইন্টারন্যাশানাল জার্ণাল অব মলিকূলার সায়েন্স’ এবং ‘জার্ণাল অব ফুড কোয়ালিটি’ অন্যতম। গুনগতমান ও সংখ্যার বিবেচনায় অধিক সংখ্যক গবেষণা প্রকাশণা ‘এস.সি.আই’ জার্ণালে প্রকাশের কারনে সংশ্লিষ্ট বিশ^বিদ্যালয়ের ‘বার্ষিক একাডেমিক কনফারেন্স ২০১৬’ -তে তিনি ২য় পুরস্কার প্রাপ্ত হন।

গবেষণার পাশাপাশি একাডেমিক কোর্সগুলোতেও তিনি অত্যন্ত সাফল্যের সহিত উত্তীর্ণ হন এবং সম্পাদিত মোট ১৫ টি বিষয়ে গড়ে ৯৩% নম্বর অর্জন করতে সমর্থ হন। সর্বোপরি, তাঁর এ সমস্ত সাফল্যের স্বীকৃতি স্বরুপ চায়না সরকার তাঁকে ‘চাইনীজ গভার্নমেন্ট আউটস্ষ্ট্যান্ডিং ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ২০১৬’ অ্যাওয়ার্ড প্রদান করে। তাঁর এ সকল সাফল্যের কথা চীন দেশীয় পত্রিকা ও সাময়িকীর পাশাপাশি বাংলাদেশী পত্রিকাতেও প্রকাশিত হয়।

চীন দেশীয় টিভি চ্যানেল ‘অ্যানহুই টিভি’ চীনে ড. রানা-র এসকল অর্জিত সাফল্য নিয়ে একটি ২৫ মিনিটের প্রতিবেদনও সম্প্রচার করে। পিএইচডি শেষে ড. রানা তাঁর কর্মস্থল শ্রীমঙ্গলের বিটিআরআই-এর কৃষিতত্ত্ব বিভাগে স্বীয়পদে যোগদান করেন। তিনি তাঁর এ পিএইচডি লদ্ধ জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে বাংলাদেশী চা’য়ের গুনগতমান বৃদ্ধির পাশাপাশি উৎপাদন বৃদ্ধিতেও ভূমিকা রাখতে সচেষ্ট হবেন বলে আশা প্রকাশ করেন।

এবিএন/আতাউর রহমান কাজল/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত