শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • নড়াইলে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও গাছের চারা বিতরণ

নড়াইলে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও গাছের চারা বিতরণ

নড়াইলে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও গাছের চারা বিতরণ

নড়াইল, ৩১ আগস্ট, এবিনিউজ : নড়াইলের লোহাগড়ার ইতনা ইউনিয়নের রাধানগর এলাকায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও গাছের চারা বিতরণ করা হয়েছে।

গতকাল বুধবার সকালে দিপিকা সেবা সংস্থার উদ্যোগে শিশু-কিশোর ও বিভিন্ন পর্যায়ের মানুষের মাঝে মেহগনি গাছের চারা বিতরণ করা হয়। এ উপলক্ষে রাধানগর বাজারে দিপিকা সেবা সংস্থার আহবায়ক ইমরান মোঃ শফিউল্লাহ শাহ এর সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন ডাঃ রিফাত আরা জুই, ইতনা ইউপির সাবেক চেয়ারম্যান শেখ মনিরুজ্জামান, সংস্থার সদস্য সচিব কাজী আল হেলাল, এএসআই বিপ্লব হোসেন, সাপ্তাহিক সোনালী দিনের নির্বাহী সম্পাদক আহসান হাবিব বিপ্লব, স্বরসতী একাডেমীর সভাপতি মোঃ মাসুদ রানা, শিক্ষক সবুজ ফকির, আল-আমিন প্রমুখ। আয়োজকরা জানান, দিপিকা সেবা সংস্থার মাধ্যমে ১৮টি উন্নয়নমূলক কাজ করা হচ্ছে।

এবিএন/সৈয়দ খায়রুল আলম/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত