শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • খাগড়াছড়িতে বজ্রপাতে একই পরিবারের ৩ জনের মৃত্যু

খাগড়াছড়িতে বজ্রপাতে একই পরিবারের ৩ জনের মৃত্যু

খাগড়াছড়িতে বজ্রপাতে একই পরিবারের ৩ জনের মৃত্যু

খাগড়াছড়ি, ৩১ আগস্ট. এবিনিউজ : খাগড়াছড়ি পার্বত্য জেলা মাটিরাঙ্গা উপজেলায় বজ্রপাতে বাপ-মেয়েসহ একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন। জেলার মাটিরাঙ্গা উপজেলায় তবলছড়ি ইউনিয়নের মিলন কার্বারীপাড়ায় গতকাল বুধবার বিকালে এ ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, নন্দ মোহন ত্রিপুরা (৩৫) তার মেয়ে ললিতা ত্রিপুরা(১৩) ও চাচাত ভাই কল্যাণ চন্দ্র ত্রিপুরা(১৮)। তারা সকলে নিজ বাড়ির আঙ্গিনায় আকষ্মিক বঙ্গ্রপাতে স্বীকার হয়।

পরে তাদেরকে সন্ধ্যা সাড়ে সাত’টার দিকে পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ শফিকুর রহমান তাদের মৃত ঘোষণা করে। মৃত ললিতা ত্রিপুরা তবলছড়ি কদমতলি টিকে উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর শিক্ষার্থী। এ ঘটনায় এলাকার প্রতিবেশী ও আত্মীয় স্বজনে শোকের ছায়া নেমে আসে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় আকষ্মিক বজ্রপাতে বাপ-মেয়েসহ প্রাণ হারিয়েছে ৩জন। তারা সবাই মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়নের মিলন কার্বারী পাড়ার বাসিন্দা। গতকাল বুধবার বিকাল ৫টার দিকে নিজ বাসার বাইরে কাজ করার সময় আকষ্মিক বজ্রপাতে নন্দ মোহন ত্রিপুরা তার মেয়ে ললিতা ত্রিপুরা ও চাচাত ভাই কল্যাণ চন্দ্র ত্রিপুরা প্রাণ হারায়।

পরে এলাকার লোকজন তাদের উদ্ধার করে সন্ধ্যা সাড়ে সাত’টার দিকে পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. শফিকুর রহমান তাদের মৃত ঘোষণা করে। মৃত ললিতা ত্রিপুরা তবলছড়ি কদমতলি টিকে উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির এবং মিথুন ত্রিপুরা তবলছড়ি গ্রিনহিল কলেজের এইচএসসি ২য় বর্ষে অধ্যয়নরত ছিল।

পানছড়ি থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: আব্দুল জাব্বার জানান, মাটিরাঙা উপজেলার তবলছড়ি এলাকায় বজ্রপাতে ৩ জন নিহত হয়েছে। তাদের পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করার পর আইনগত প্রক্রিয়া শেষে লাশগুলো আত্মীয়দের কাছে হস্তান্তর করা হয়েছে।

এবিএন/চাইথোয়াই/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত