![সোনারগাঁওয়ে ট্রাক-পিকআপ ভ্যান সংঘর্ষে দুইজন নিহত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/08/31/road-accident@abnews_97845.jpg)
নারায়ণগঞ্জ, ৩১ আগস্ট, এবিনিউজ : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত ও দুইজন আহত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার পিরোজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দু’জন পিকআপ ভ্যানের চালক ও হেলপার। নিহত হেলপারের নাম মোস্তফা মিয়া ও চালকের পরিচয় পাওয়া যায়নি।
কাচঁপুর হাইওয়ে থানার এসআই আবুল কালাম জানান, উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর এলাকায় গতকাল বৃহস্পতিবার দুপুরে একটি পিকআপ (রাজ-মেট্টো-ড-১১-০০১৭) ঢাকা যাচ্ছিলো। এসময় একটি ট্রাক (ঝিনাইদহ-ট-১১-১২২৭) পেছন দিক থেকে পিকআপকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপের হেলপার মোস্তফা মিয়া ও চালক নিহত হন। আহত হন পিকআপ ভ্যানে থাকা রাসেল নামের এক ব্যাক্তি ও অজ্ঞাত পরিচয় আরো একজন। আহতরা মেঘনা থেকে পিকআপটিতে চড়ে কাঁচপুর যাচ্ছিলেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।নিহত হেলপার মোস্তফা রংপুর জেলার উত্তর কালা পুকুর উদরাবাড়ি এলাকার আফসার আলীর ছেলে।
এবিএন/জনি/জসিম/জেডি