![মাদারীপুরে যাত্রীবাহি বাস খাদে পড়ে নিহত ১](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/09/01/abul_abnews_97900.jpg)
মাদারীপুর, ১ সেপ্টেম্বর, এবিনিউজ : মাদারীপুরের ডাসার থানার ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গাব্রিজ নামক স্থানে যাত্রীবাহি বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে একজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৫ জন। আজ শুক্রবার বেলা ১১টার দিকে এই দূর্ঘটনাটি ঘটে।
ঘটনাস্থল থেকে স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গেছে, আজ শুক্রবার সকালে খুলনা থেকে আগত কেটি পরিবহন যাত্রীসহ বরিশালের দিকে যাচ্ছিল। এ সময় ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গাব্রিজ এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
এ সময় প্রায় আধাঘণ্টা যানজটের সৃষ্টি হয়। এই দূর্ঘটনায় আহত অবস্থায় ২৬ জনকে উদ্ধার করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আবুল হোসেন নামে এক যাত্রী মাদারীপুর সদর হাসপাতালে মারা গেছে বলে কর্তব্যরত চিকিৎসক নিশ্চিত করেন।
এ ব্যাপারে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) উত্তম প্রসাদ পাঠক বলেন, এখন পরিস্থিতি স্বাভাবিক। আহতদের মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এবিএন/আজিজ/জসিম/এমসি