![ঝালকাঠিতে পুলিশের বিরুদ্ধে আসামী গোপনের অভিযোগ](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/09/01/shaien_abnews_97928.jpg)
ঝালকাঠি, ১ সেপ্টেম্বর, এবিনিউজ : দক্ষিণাাঞ্চলে মাদক ব্যবসায়ী তথা হোল সেলার, শীর্ষ মাদক স¤্রাট মগড় ইউপি চেয়ারম্যান এনামুল হক শাহীনকে নলছিটি পুলিশ পালাতক ঘোষনা করলেও সম্প্রতি ঝালকাঠির এক শীর্ষ পুলিশ কর্মকর্তার সাথে কমিউনিটি পুলিশীং সভায় বক্তব্যরত একটি ছবি সামাজিক মিডিয়া ‘ফেইসবুকে ভাইরাল’ হয়েছে।
দ্বিতীয় দফায় চলতি আগষ্ট মাসে নলছিটির ওসি সুলতান মাহমুদের সাথে এক সভায় শাহীনকে বক্তব্যরত আরো একটি ছবি ‘ফেইসবুকে ভাইরাল’ হলে নলছিটি-ঝালকাঠির পুলিশ, প্রশাসন, রাজনীতি সচেতন মহলে তোলপাড় সৃষ্টি হয়েছে।
অন্যদিকে, ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শাহীন বিভিন্ন জনকে তার এ সব ছবি দেখিয়ে ‘এ মামলায় তার কিছুই হবেনা, পুলিশ-আদালত সব তার হাতের মুঠোয়, পারলে কেউ কিছু করে দেখাও’ বলে প্রকাশ্যে দম্ভোক্তি করে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
এমন কি প্রকাশ্যে অবস্থান ও আদালতের আদেশ অকার্যকর রাখতে স্থানীয় পুলিশের বিভিন্ন স্থরে মোটা অংকের মাসোহারা প্রদান করছে বলেও গুঞ্জন রয়েছে। যে কারনে নলছিটি থানাসহ পুলিশ কর্মকর্তারা ‘তাকে খুজে পাচ্ছেনা বলে দায় এঁড়াচ্ছে’ অভিযোগে পাওয়া গেছে।
সরেজমিন স্থানীয় একাধিক জনপ্রতিনিধি ও যুবলীগ-ছাত্রলীগের কয়েক নেতা জানায়, মাদ্রাসার ছাত্র হিসাবে শিবিরের কর্মী হিসাবে শুরু করে পরবর্তিতে ডিগবজী দিয়ে জাতীয়পার্টি ও বিএনপি হয়ে ২০০৯সালে ক্ষমতাশীন আ’লীগে অনুপ্রবেশ করেন মাদক স¤্রাট তৎকালীন মগড় ইউনিয়নের মেম্বার ধূর্ত শাহীন।
ডিগবজী বিশেষজ্ঞ শাহিন যখন যে দল ক্ষমতায় এসেছে সেই দলের সাইনবোর্ড লাগিয়ে তার গোপন মাদক ব্যবসা পরিচালনা করে আসছেন। একই সাথে আ’লীগের নাম ব্যবহার করে সে দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় তার মাদকের বাজার সম্প্রসারনের করেছে বলে জানিয়েছে।
মাদক স¤্রাট শাহিনের একাধকি ঘনিষ্ট আত্মীয় জানায়, মাদক ব্যবসার কালো টাকায় বলীয়ান শাহিন আ’লীগে প্রবেশ করেই আওয়ামী লীগের সমর্থনে মগড় ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে মড়িয়া হয়ে উঠেন। দলীয় কয়েক নেতার সাথে মাটা টাকার চুক্তিতে আ’লীগের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের ছিটকে ফেলে ২০১৬ সালের ইউপি নির্বাচনে দলীয় সমর্থন হাতিয়ে নেয়।
এরপর আ’লীগের প্রার্থী হিসাবে নজিরবিহীন কায়দায় আদালত কে অবজ্ঞা ও গ্রেফতারি পরোয়ানা উপেক্ষা করে মগড় ইউপি চেয়ারম্যান হতে সক্ষম হয়। বর্তমানে আ’লীগের চেয়ারম্যান সাইনবোর্ডের আড়াঁলে মাদক সা¤্রাজ্যের নিয়ন্ত্রন নির্বিগ্ন রাখতে তার আপন ভাইদেরকেও ব্যবসায় যুক্ত করে অল্পদিনের মধ্যে বিশাল বাড়ী-গাড়ী সহ নগদ টাকার পাহাড় গড়ে তুলেছে।
ইউনিয়ন আ’লীগের কয়েকজন প্রবীন নেতা ও কয়েকজন শিক্ষক জানায়, ঝালকাঠি পুলিশ সুপার মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইউনিয়ন পর্যায়েও তৎপরতা চলালেও পুলিশেই একাধিক কর্মকর্তার মাদক সিন্ডিকেটের হোতা শাহীনের প্রতি বিশেষ নমনিয়তা প্রদর্শন করছেন।
সম্প্রতি সেরকম পুলিশ কর্মকর্তাদের সাথে ফেইসবুকে মাদক সিন্ডিকেট প্রধান শাহনের যুগল ছবি প্রকাশ পেলে উপজেলা জুড়ে তোলপাড় সৃষ্টি হয়। আর তাই গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত আসামী ইউপি চেয়ারম্যান শাহীনকে পুলিশের নমনিয়তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।
তারা অভিযোগ করেন, নলছিটি থানার ওসি আদালতে দেয়া প্রতিবেদনে ‘শাহীন পালাতক, তাকে খুজে পাওয়া যাচ্ছেনা’ বলে মিথ্যা তথ্য দিলেও তারই পাশে শাহীন কে বসিয়ে মিটিং করা কি আইনের শাসন নিয়ে তামাশায় করা নয় ?
এ অবস্থায় সাধারন মানুষের মনে আইন-আদালতের প্রতি অশ্রদ্ধা সৃষ্টি ও আ’লীগের ভাবমূর্তি ক্ষুন্ন করছে। তাই ঝালকাঠি পুলিশ সুপারের কাছে মগড়বাসীর প্রানের দাবী, স্থানীয় যুবসমাজকে বাঁচাতে মাদক সিন্ডিকেট প্রধান, ইউনিয়ন আ’লীগ নেতা ও মগড় ইউপি চেয়ারম্যান এনামুল হক শাহন ও তার ভাইদের মাদকের নেটওয়ার্ক নির্মূলসহ আদালতের আদেশ কার্যকর করতে দ্রুতো ব্যবস্থা গ্রহনণর দাবী জানান।
এবিএন/আজমীর/জসিম/এমসি