শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

রংপুরে বাস খাদে পড়ে নিহত ২

রংপুরে বাস খাদে পড়ে নিহত ২

রংপুর, ০১ সেপ্টেম্বর, এবিনিউজ : রংপুরের পীরগঞ্জ উপজেলায় একটি বাস খাদে পড়ে দুইজন নিহত হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার কলাবাগান এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

নিহতরা হলেন- নীলফামারীর বাসিন্দা রাজা মিয়া (২৫) ও মফিজুল ইসলাম।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, বাসটি ঢাকা থেকে নীলফামারী যাচ্ছিল। পথে পীরগঞ্জ উপজেলার কলাবাগান এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দু'জন নিহত হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

এবিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত