রাজবাড়ী, ১ সেপ্টেম্বর, এবিনিউজ : ‘হেরে যাক বন্যা থেমে যাক বন্যার্ত মানুষের কান্না’-এই স্লোগান নিয়ে দেড় শতাধিক বানভাসী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে রাজবাড়ী সাংবাদিক ফোরাম।
আজ শুক্রবার বেলা ১১টায় সদর উপজেলার বরাট ইউনিয়নের পূর্ব উড়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন, জেলা প্রশাসক মো: শওকত আলী।
রাজবাড়ী সাংবাদিক ফোরামের সভাপতি খন্দকার রবিউল ইসলামের উদ্যোগে আয়োজিত এ অন্ষ্ঠুানে উপস্থিত ছিলেন, রাজবাড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনাব খন্দকার আব্দুল মতিন, রাজবাড়ী সাংবাদিক ফোরামের সভাপতি খন্দকার রবিউল ইসলাম, উড়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সভাপতি মো: আসজাদ হোসেন।
আরও উপস্থিত ছিলেন, রাজবাড়ী সাংবাদিক ফোরামের সহ-সভাপতি জনাব মোঃ সোহেল, সাধারণ সম্পাদক দেবাশিস বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইদুর রহমান, রাজবাড়ী প্রতিবন্ধী ব্যক্তি উন্নয়ন পরিষদের সভাপতি মো: মমতাজ উদ্দিন, সাংবাদিক তনু শিকদার সবুজ, আশরাফুল ইসলাম প্রমুখ।
এবিএন/রবিউল/জসিম/এমসি