শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • মাদারীপুরে যথাযথ মর্যদার মধ্য দিয়ে ঈদ-উল-আযহা উদযাপন

মাদারীপুরে যথাযথ মর্যদার মধ্য দিয়ে ঈদ-উল-আযহা উদযাপন

মাদারীপুরে যথাযথ মর্যদার মধ্য দিয়ে ঈদ-উল-আযহা উদযাপন

মাদারীপুর, ২ সেপ্টেম্বর, এবিনিউজ : মাদারীপুর শহরের পৌর ঈদগা মাঠে আজ শনিবার সকালে মাদারীপুর পৌরসভার তত্বাবধনে জেলার প্রধান জামায়ত অনুষ্ঠিত হয়। ঈদ-উল-আযহার নামাজ শেষে সকল মুসলিম উম্মার জন্য দোয়া কামনা করা হয়।

স্থানীয় সুত্রে জানাযায়, ধর্মপ্রাণ মুসলমান বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে মাদারীপুরে ঈদ-উল-আযহা উদযাপন অনুষ্ঠিত হয়। মাদারীপুর শহরের পৌরসভা কেন্দ্রীয় ঈদগা মাঠে আজ শনিবার জেলার ঈদের প্রধান জামায়তসহ দুটি জামায়াত অনুষ্ঠিত হয়।

প্রধান জামায়াত সকাল সাড়ে ৭টায় উক্ত নামাজের ইমামতি করেন মাদারীপুর পুরানবাজার বড় মসজিদের পেশ ইমাম জনাব মাওলানা মোঃ বোরহান উদ্দিন এবং ২য় জামায়াত অনুষ্ঠিত হয় সকাল সোয়া ৮টায়, ইমামতি করেন মাওলানা মোঃ রুহুল আমিন পেশ ইমাম মাদারীপুর পৌরসভা জামে মসজিদ।

উক্ত ঈদের নামাজে উপস্থিত থেকে সকল মুসল্লিদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন, বাংলাদেশ আওযামীলীগের কেন্দ্রয়ী সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম এমপি, মাদারীপুর জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুল ইসলাম, বাংলাদেশ আওযামীলীগের কেন্দ্রয়ী নির্বাহী সদস্য আনোয়ার হোসেন হাওলাদার, মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব পাভেলুর রহমান শফিক খান, মাদারীপুর পৌরসভার মেয়র জনাব খালিদ হোসেন ইয়াদ।

আরও উপস্থিত ছিলেন, নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানের জৈষ্ট পুত্র আসিব খান শশী, কেন্দ্রয়ী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক খাইরুল হাসান জুয়েল, মুক্তিযোদ্ধা প্রজম্মলীগে কেন্দ্রয়ী যুগ্ন সাধারন সম্পাদক সাইফুর রহমান রুবেল খান, মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসানসহ প্রমুখ্য।

এবিএন/আজিজ/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত