রবিবার, ০৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • ঈদের দিনে বন্ধুদের সাথে ঝর্ণায় নেমে স্কুলছাত্রের মৃত্যু

ঈদের দিনে বন্ধুদের সাথে ঝর্ণায় নেমে স্কুলছাত্রের মৃত্যু

ঈদের দিনে বন্ধুদের সাথে ঝর্ণায় নেমে স্কুলছাত্রের মৃত্যু

বান্দরবান, ০২ সেপ্টেম্বর, এবিনিউজ : বান্দরবানে ঈদের দিনে বন্ধুদের নিয়ে ঝর্ণায় গোসল করতে গিয়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে বান্দরবান চিম্বুক সড়কের শৈলপ্রপাত ঝর্ণায়।

ওই ছাত্রের নাম তিহান ইসলাম (১১)। সে শহরের ইসলামপুর এলাকার আবু তাহেরের ছেলে ও মডেল প্রাইমারি স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে তিহান তার ৫ বন্ধু নিয়ে শহর থেকে ৭ কিলোমিটার দূরে শৈলপ্রপাত ঝর্ণায় গোসল করতে যায়। হঠাৎ তিহান পা পিছলে ঝর্ণায় পড়ে গিয়ে পাথরে আটকে যায়। এ সময় বৃষ্টির কারণে ওই ঝর্ণায় পানির স্রোত প্রবল ছিল। স্থানীয়রা উদ্ধারে ব্যর্থ হয়ে পরে দমকল বাহিনীকে খবর দেয়। পরে বিকেল পৌনে ৪টার দিকে পাথরে আটকে থাকা লাশ উদ্ধার করা হয়

স্থানীয় ইউপি সদস্য মালসার বম জানান, বর্ষায় শৈলপ্রপাত ঝর্ণাটি পিচ্ছিল হয়ে বিপজ্জনক হয়ে উঠে। পর্যটকরা প্রায় সময় এখানে বেড়াতে এসে দুর্ঘটনায় পড়ে। প্রশাসনের পক্ষ থেকে কোনো সতর্কতামূলক নির্দেশনা সেখানে দেয়া হয়নি।

এবিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত