
বান্দরবান, ০২ সেপ্টেম্বর, এবিনিউজ : নিজ বাড়িতে রেখে আসা কোরবানির গরু আনতে গিয়ে প্রাণ হারালেন এক রোহিঙ্গা দম্পতি। জিরো পয়েন্ট থেকে মিয়ানমারে প্রবেশের সাথে সাথেই তাদের গুলি করে হত্যা করে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী। সীমান্তের ভেতর থেকে সন্ধ্যায় লাশ দুটি জিরো পয়েন্ট এনে দাফনের প্রস্তুতি নেয়া হচ্ছে।
বান্দরবনের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের জলপাইতলীর নো-ম্যান্স ল্যান্ডে এখনও গুলিবিদ্ধ লাশ পড়ে রয়েছে। নিহত মিয়ানমারের ডেকুবনিয়া এলাকার আয়াত উল্লাহ এবং তার স্ত্রী আয়েশা বেগম বলে জানা গেছে। দুই দিন আগে আয়াত উল্লাহর পরিবার ঘুমধুম সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে।
আয়াতের স্বজনেরা জানিয়েছে, আজ শনিবার সকালে জলপাইতলী সীমান্ত দিয়ে কোরবানির গরু আনতে মিয়ানমারে যান ওই দম্পতি। সীমান্ত দিয়ে প্রবেশের পরপরই সেনাবাহিনী এবং বিজিপি তাদের গুলি করে হত্যা করে।
দীর্ঘক্ষণ গুলিবিদ্ধ লাশ মিয়ানমার সীমান্ত পড়ে থাকে। পরে রোহিঙ্গারা লাশ উদ্ধার করে বিকেলে সীমান্তের জিরো পয়েন্টে নিয়ে আসেন। বর্তমানে তাদের লাশ জলপাইতলীতে রয়েছে।
ঘুমধুম ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ জানিয়েছেন, মিয়ানমার সীমান্তে রোহিঙ্গা দম্পতি গুলিবিদ্ধ হয়েছেন। পরে জিরো পয়েন্টে অবস্থানকারী রোহিঙ্গারা তাদের লাশ জলপাইতলীতে নিয়ে আসেন।
এবিএন/জনি/জসিম/জেডি