![বানিয়াচংয়ে গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষে আহত ৫০](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/09/03/hobigoang_abnews24 copy_98083.jpg)
হবিগঞ্জ, ০৩ সেপ্টেম্বর, এবিনিউজ : জেলার বানিয়াচং উপজেলায় গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। আজ সকাল সোয়া এগারটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে শিশুদের মধ্যে ঝগড়াকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে পুলিশ ও হাসপাতাল সূত্রে জানিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের দিন বিকালে উপজেলার চান্দের মহল্লার ধলাই মিয়ার ছেলে মোজাক্কির মিয়া ও ঠাকুর পাড়ার শামীম আহমেদের ছেলে জীবনের মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে দুই এলাকার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে উভয় পক্ষে অন্তত ৫০ জন আহত হন। আহতদের জেলা সদর আধুনিক হাসপাতাল এবং বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে বনিয়াচং থানার একদল পুলিশ ও স্থানীয়দের চেষ্টায় সংঘর্ষ নিয়ন্ত্রণে আসে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৫ রাউন্ড ফাঁকা গুলি নিক্ষেপ করে বলে ঘটনার সত্যতা নিশ্চিত করে বানিয়াচং থানার ওসি মোঃ মোজাম্মেল হক জানান। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশ অবস্থান করছে।
এবিএন/জনি/জসিম/জেডি