
মুন্সীগঞ্জ, ০৩ সেপ্টেম্বর, এবিনিউজ : পদ্মা নদীতে নাব্যতা সঙ্কটের কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় যাত্রী ভোগান্তি তীব্র আকার ধারণ করেছে। গতকাল শনিবার ঈদুল আজহার দিনেও বাড়ি ফেরার অপেক্ষা শেষ হয়নি ঘরমুখো অনেকের। এদিনও মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে পাঁচ শতাধিক যানবাহন পদ্মা পারের অপেক্ষায় ছিল।
গত বৃহস্পতিবার থেকে চারদিন ধরে এই সমস্যায় পড়ে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এই পথের যাত্রীদের। পারাপারের অপেক্ষায় এ ঘাটে এখনো আটকে আছে পাঁচ শতাধিক ছোটবড় যানবাহন।
মাওয়ার বিআইডব্লিউটিসি’র উপ-মহাব্যবস্থাপক শাহ খালেদ নেওয়াজ এবিনিউজকে জানান, নাব্যতা সঙ্কটের কারণে লৌহজং টার্নিং পয়েন্টের ডুবোচরে ফেরি আটকে যায়। ফলে গেলো শুক্রবার থেকে চারটি রো রো ফেরি পুরোপুরি বন্ধ করে দেয়ার পর শনিবার রাত ৯টার পর থেকে রোববার ভোর ৪টা পর্যন্ত প্রায় সাত ঘণ্টা বন্ধ রাখা হয় সাতটি টানা ফেরি। এই কারণে ঘাটে যানবাহনের চাপ কিছুটা বৃদ্ধি পায়।
তিনি আরও জানান, বন্ধ থাকা রো রো ফেরিগুলো পাটুরিয়া ঘাটে পাঠিয়ে সেখান থেকে ছোট আকারের ফেরি আনার একটা সিদ্ধান্ত নেয়া হয়েছে। এটি কার্যকর হলে যাত্রী ভোগান্তি কিছুটা কমবে।
এবিএন/জনি/জসিম/জেডি