
বান্দরবান, ০৩ সেপ্টেম্বর, এবিনিউজ : বাঁশ কাটতে গিয়ে পা পিছলে বান্দরবানে মংচ আং মারমা (২৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার সকালে রোয়াংছড়ি উপজেলার ব্যাংছড়ি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মংচ আং মারমা ব্যাংছড়ি পাড়ার চ থোয়াই উ মারমার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর আলী জানান, রোববার ভোরে মংচ অং বাঁশ কাটতে ঘর থেকে বের হন। বনে বাঁশ কাটার সময় অসাবধানতাবশত পা পিছলে খালের পানিতে পড়ে যান। পরে ব্যাংছড়ির নিচে পাহাড়ি ঝিড়ি থেকে লাশ উদ্ধার করে স্থানীয়রা।
এবিএন/জনি/জসিম/জেডি