শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

শ্রীমঙ্গলে কুখ্যাত ডাকাত আকতার গ্রেফতার

শ্রীমঙ্গলে কুখ্যাত ডাকাত আকতার গ্রেফতার

শ্রীমঙ্গল, ৪ সেপ্টেম্বর, এবিনিউজ : শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ কে এম নজরুলের নেতৃত্বে পুলিশের একটি টিম গতকাল রবিবার বিকেল সাড়ে ৪টায় শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের গোলগাঁও এলাকা থেকে আন্ত:জেলা ডাকাত দলের সদস্য কুখ্যাত ডাকাত আকতার মিয়াকে গ্রেফতার করেছে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে এবং এলাকাবাসীর সহযোগিতায় ১১টি ডাকাতি ও ১টি খুনের মামলার আসামী কুখ্যাত ডাকাত আকতার মিয়াকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার হওয়া ডাকাত আকতার মিয়া হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার আঠালিয়া গ্রামের মৃত আকবর আলীর ছেলে বলে পুলিশ জানিয়েছে।

কুখ্যাত ডাকাত আকতারের বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় ৩ টি ডাকাতি, ১ টি খুন মামলা, কানাইঘাট থানায় ১ টি ডাকাতি মামলা, বিশ্বনাথ থানায় ২ টি ডাকাতি মামলা, চুনারুঘাট থানায় ৩ টি ডাকাতি মামলা ও বিয়ানীবাজার থানায় ২ টি ডাকাতি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে বলে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল জানিয়েছেন।

এবিএন/কাজল/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত