বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

সোনাগাজীতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

সোনাগাজীতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

ফেনী, ৪ সেপ্টেম্বর, এবিনিউজ : ফেনীর সোনাগাজীতে আছমা আক্তার (১৯) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে নিহতের মায়ের অভিযোগ পারিবারিক কলহের জের ধরে স্বামী ও তার পরিবারের লোকজন পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে। ঘটনাটি গতকাল রবিবার সন্ধ্যায় উপজেলার নবাবপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের সাবেক চেয়ারম্যান সুজা উদ্দিন বাড়িতে ঘটে।

খবর পেয়ে সোনাগাজী মডেল থানার ওসি (তদন্ত) হারুনুর রশিদ ঘটনাস্থল থেকে ময়না তদন্তের জন্য মৃতদেহ উদ্ধার করে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী বোরহান উদ্দিন আহমেদ (৩৫) কে আটক করেছে পুলিশ।

নিহত গৃহবধুর পরিবার জানায়, নাবাবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম সুজা উদ্দিনের ছোট ছেলে বোরহান উদ্দিন আহমেদের সাথে একই ইউনিয়নের ফতেহপুর গ্রামের গ্রামের কাতার প্রবাসী রফিকুল ইসলামের কন্যা আছমা আক্তারের বিয়ে হয়। তাদের ঘরে ৬ মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।

পারিবারিক কলহের জের ধরে রোববার সন্ধ্যায় স্বামী বোরহান উদ্দিন, বাসুর মেজবাহ উদ্দিন ও সাইফু উদ্দিন সাজু মিলে আছমাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে।

তবে অভিযোগ অস্বীকার করে গৃহবধুর স্বামী বোরহান উদ্দিন নিজেকে নির্দোষ দাবী করে বলেন, আছমা খুবই জেদী ছিলেন। তুচ্ছ ঘটনার জেরে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।তার জেদের কারনে আমার শিশুটা এতিম হয়ে গেছে।

এ ব্যাপারে নিহতার মা পেয়ারা বেগম বাদি হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। ঘটনার বিষয়ে ওসি(তদন্ত) হারুনুর রশিদ জানান,ময়না তদন্তের প্রতিবেদন ছাড়া এ বিষয়ে কোন মন্তব্য করা যাচ্ছেনা।

এবিএন/রিপন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত