
কুলাউড়া (মৌলভীবাজার), ৪ সেপ্টেম্বর, এবিনিউজ : মৌলভীবাজারের কুলাউড়ায় নিখোঁজ আসাদ আলী (১৯) নামের অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ৪ সেপ্টেম্বর দুপুর দেড়টার দিকে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের লংলা চা বাগানের লালপুর কাটাবিল এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। আসাদ উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের মনরাজ গ্রামের উম্মর আলীর ছেলে।
জানা যায়, গত ১ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৭টার দিকে তার সিএনজি চালিত অটোরিকশা (মৌলভীবাজার থ ১১-১৫৮৮) নিয়ে তিনি বের হোন।
এরপর থেকে তার আর খোঁজ না পাওয়ায় এবং রাতে বাড়িতে ফিরে না আসলে পরিবারের লোকজন বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ নেন। দুইদিন অপেক্ষা করে কোথাও তার খোঁজ না পেলে কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
নিখোঁজের ৪দিন অতিবাহিত হওয়ার পর টিলাগাঁও ইউনিয়নের লংলা চা বাগানের লালপুর কাটাবিল এলাকায় একটি লাশ পড়ে থাকতে দেখলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম মুসা ও অফিসার ইনচার্জ (তদন্ত) বিনয় ভুষন রায় ঘটনাস্থলে এসে তার লাশ উদ্ধার করে পরিবারের লোকজনকে খবর দেন। পরে পরিবারের লোকজন এসে তার লাশ সনাক্ত করেন।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) বিনয় ভুষন রায় জানান, সে ৪দিন থেকে নিখোঁজ ছিলো, তার গলায় কসটেপ পেঁচানো রয়েছে এবং শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে।
ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে। আর এই রিপোর্ট আসার পর তদন্ত সাপেক্ষে মূল রহস্য উদ্ঘাটন করা হবে।
এবিএন/পবন/জসিম/এমসি