![মুন্সীগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে ৭ জন গুলিবিদ্ধ](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/09/05/gulilllllsabi_abnews_98291.jpg)
মুন্সীগঞ্জ, ৫ সেপ্টেম্বর, এবিনিউজ : আধিপত্য বিস্তার নিয়ে সদর উপজেলায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে সাতজন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যা ৬টায় উপজেলার শিলই ইউনিয়নের শিলই বাজার এলাকায় এই সংর্ষের ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন, সবুজ (২৭), মো. বিল্লাল দেওয়ান (৪০), আবুল কালাম (৫০), মো. খোকন (৪৮), মো. মাসুদ (১৪), মাসুদ মিজি (৪৪), মো. হানিফ (৪৩)। এদের মধ্যে ছয় জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
সদর থানার ওসি মো. আলমগীর হোসাইন জানান, গতকাল সোমবার সন্ধ্যায় শিলই বাজারের কাছে গোলাগুলির এ ঘটনা ঘটে। শিলই ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড সদস্য বাছেদ খাঁ ও একই এলাকার মৃধা গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয় জানিয়ে তিনি বলেন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ বাধলে সাতজন গুলিবিদ্ধ হয়। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঘটনার পর গ্রামটি পুরুষশূন্য হয়ে পড়েছে জানিয়ে তিনি বলেন, গুলিবিদ্ধ সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এবিএন/টিপু/জসিম/এমসি