![মেলান্দহে রাজ্জাক-জব্বারের স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/09/05/jamalpur_abnews_98345.jpg)
জামালপুর, ৫ সেপ্টেম্বর, এবিনিউজ : গতকাল জামালপুরের মেলান্দহের রেখিরপাড়া সরকারি প্রাইমারী স্কুল মাঠে প্রয়াত খ্যতিমান চলচ্চিত্রাভিনেতা নায়ক রাজ আ: রাজ্জাক ও সঙ্গীত শিল্পী আ: জব্বারের স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অটুট মহাবিদ্যালয় ও বিশ^বিদ্যালয় ছাত্র সংসদ এর আয়োজন করে।
সভাপতিত্ব করেন, সংঠগনের সভাপতি জুলফিকার আলী নান্নু। প্রধান অতিথির বক্তব্য রাখেন-চলচ্চিত্র অভিনেতা আব্দুল্লাহ সাকি পান্না। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-মতিঝিল আইডিয়াল কলেজের প্রভাষক শাহ আলম কাজল, হাজরাবাড়ি সিরাজুল হক ডিগ্রি কলেজের প্রভাষক জিয়াউল হক সুজন, ইত্তেফাকের সাংবাদিক ও মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহ্ জামাল, সাংস্কৃতিক কর্মী বাদরুদ্দোজা রাসেল, এনজিও কর্মী মঞ্জুরুল হক মজনু, ইউপি সদস্য বাদশা দোজাহান মতি, ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম, সমাজসেবক এম.এ. জলিল (যন্ত্রবিদ) প্রমুখ।
অনুষ্ঠানে শিশু-কিশোরদের গান-নৃত্য পরিবেশন শেষে আসাদুল্লাহ ফারাজী রচিত বিরাঙ্গনা বিমলারা নাটক মঞ্চস্থ হয়। নাটকে অভিনয় করেন-জহুরুল হক, জামাল, মানিক, হেমলেট, আব্দুল্লাহ, রোকন, লতিফ, আনন্দ, রাসেল রানা দোজা, মিল্টন, মিজান, ভাষানী, মুরসালিন, আসাদুল্লাহ, ফয়সাল, আকাশ, অন্তর, মারুফ, সুজন, আশরাফুল ভারী, আবু হানিফ, সাব্বির, ফরিদ, আমিনুল, মৌসুমী।
নাটকের নির্দেশনায় ছিলেন-ফজলুল হক ফজল। নৃত্যে ছিলেন-মিমি, মারুফ, নোলক, মায়া, লাকি ও সুচরিতা। উল্লেখ্য, সাংস্কৃতিক অনুষ্ঠানে চলচ্চিত্রকার আব্দুল্লাহ সাকি পান্নাকে অটুট সংবর্ধনা-ক্রেস্ট প্রদান করা হয়।
এবিএন/জামাল/জসিম/এমসি