বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

কুলাউড়ায় পুত্রের হাতে পিতা খুন

কুলাউড়ায় পুত্রের হাতে পিতা খুন

কুলাউড়া (মৌলভীবাজার), ৫ সেপ্টেম্বর, এবিনিউজ : কুলাউড়া আপন পুত্রের হাতে খুন হয়েছেন পিতা ইসমাইল মিয়া। ঘটনাটি ঘটেছে উপজেলার কর্মধা ইউনিয়নে পূর্ব কর্মধা গ্রামে।

নিহতের পরিবারবর্গ ও পুলিশ সুত্রে জানা গেছে, নিহত ইসমাইল মিয়ার ৪র্থ পুত্র মাওলানা ছত্তারের বিবাহের দাওয়াত কার্ড বিতরনকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জের ধরে ইসমাইল মিয়া কনিষ্ট ঘাতক পুত্র মোস্তাক মিয়া (৩০) গতকাল সোমবার বিকাল ৫টার দিকে কর্মধা উচ্চ বিদ্যালয় থেকে বাবনিয়া সড়কে প্রকাশ্যে দিবালোকে পিতা ইসমাইল মিয়া (৬৫) কাঠের বর্গা পিটিয়ে রক্তাত্ত করে ফেলে পালিয়ে যায়।

গুরুতর আহত পিতাকে এলাকাকে উদ্বার করে কুলাউড়া সদর হাসপাতালে নিয়ে আসলে অবস্থা আশংকাজনক হওয়ায় ডাক্তাররা তাকে সিলেট ওসমানী মেডিকেলে রেফার্ড করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার বিকেলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

এদিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ,তবে ঘাতক পুত্রকে পুলিশ এখনো আটক করতে পারেনি।

এ ব্যাপারে কর্মধা ইউনিয়নের মেম্বার রজব আলী জানান, বিয়ের কার্ড বিতরণ নিয়ে আপন পুত্র মোস্তাক কাঠের রুল দিয়ে পিতাকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে এবং সিলেট হাসপাতালে পিতার মৃত্যু হয়।

এ ব্যাপারে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ জানান, এ ঘটনায় থানায় হত্যা মামলা রুজু করা হচ্ছে এবং আসামী ধরতে পুলিশ তৎপর রয়েছে।

এবিএন/পবন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত