রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • সারাদেশ
  • ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে রোহিঙ্গা নারী আহত

ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে রোহিঙ্গা নারী আহত

ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে রোহিঙ্গা নারী আহত

বান্দরবান, ০৫ সেপ্টেম্বর, এবিনিউজ : নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে মিয়ানমার সেনাবাহিনীর পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা নারী আহত হবার খবর পাওয়া গেছে।

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ৩১নং পিলারের রায়বুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত নারী সাবেকুন্নাহার (৪৫) রোহিঙ্গা নাগরিক জাফর আলমের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ৪ সেপ্টেম্বর সোমবার ২টা ৪০ মিনিটের সময় ঘুমধুমের তুমব্রু সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে মিয়ানমার সেনাবাহিনীর পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় উদ্ধার করেন। বর্তমানে উখিয়া কুতুপালং ইউএনএইচসিআর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ঘুমধুম ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

উল্লেখ্য, গত ২৪ আগষ্ট থেকে মিয়ানমারের আরাকান রাজ্যে সেনাবাহিনী কর্তৃক চলমান সহিংসতায় অনুপ্রবেশ ঠেকাতে বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্টে স্থলমাইন স্থাপন করেছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী।

এবিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত