![পিয়াইন নদীতে নিখোঁজ তরুণের লাশ উদ্ধার](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/09/06/piyain-river_98428.jpg)
সিলেট, ০৬ সেপ্টেম্বর, এবিনিউজ : সিলেটের জাফলংয়ের পিয়াইন নদীতে গোসল করতে নেমে নিখোঁজ তরুণের লাশ একদিন পর উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার সকালে জাফলং জিরো পয়েন্ট থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ফয়সল হোসেন সৌরভ (১৮) চট্রগ্রামের ভাঙ্গাপুর এলাকার সিরাজুল মাওলার ছেলে। চট্রগ্রাম সিটি কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তিনি।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) (তদন্ত) হিল্লোল রায় বলেন, ‘মঙ্গলবার দুপুরে পিয়াইন নদীতে গোসল করতে নেমে তলিয়ে যান সৌরভ। এর পর বিকাল থেকে তার খোঁজে তল্লাশি অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা। সকালে তার লাশ পাওয়া যায়।’
এর আগে মঙ্গলবার কামাল পিয়াইন নদীতে ডুবে শেখ নামে ১৭ বছর বয়সী এক কলেজ ছাত্রের মৃত্যু হয়। বিকাল সাড়ে ৩ টার দিকে নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এবিএন/সাদিক/জসিম/এসএ