![মৌলভীবাজারে ট্রাকচাপায় এনজিওকর্মী নিহত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/09/06/molovibazar_abnews24-copy_98429.jpg)
মৌলভীবাজার, ০৬ সেপ্টেম্বর, এবিনিউজ : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক এনজিওকর্মী নিহত হয়েছেন।
আজ বুধবার সকাল ৯টার দিকে শ্রীমঙ্গল শহরতলীর মৌলভীবাজার সড়কের ২ নম্বর সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মফাজ্জিল আলম মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ এলাকার জিতু মিয়ার ছেলে। তিনি আরডিআরএসের শ্রীমঙ্গল কার্যালয়ে কর্মরত ছিলেন।
শ্রীমঙ্গল থানার এসআই রাব্বি বলেন, ‘সকালে মোটরসাইকেলে করে শ্রীমঙ্গলের সুরভীপাড়া আবাসিক এলাকা থেকে ঢাকা-মৌলভীবাজার সড়কের দিকে যাচ্ছিলেন মফাজ্জিল। পথে বিপরীতমুখী মাছবাহী একটি ট্রাক মফাজ্জিলকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’
পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার এবং ট্রাকসহ চালককে আটক করে বলে জানান তিনি।
লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতার মর্গে পাঠানো হয়েছে।
এবিএন/সাদিক/জসিম/এসএ