![মেলান্দহে সড়ক দুর্ঘটনায় নিহত ১](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/09/06/jamalpur_abnews24 copy_98438.jpg)
জামালপুর, ৬ সেপ্টেম্বর, এবিনিউজ : জামালপুরের মেলান্দহে সড়ক দুর্ঘটনায় ভটভটির ড্রাইভার কাজম (৩৫) মারাগেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৯টার দিকে ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঝাউগড়া বাজার থেকে হাজীপুরগামী একটি অটোবাইকের সাথে ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভটভটি উল্টে ঘটনাস্থলেই কাজম মারা যায়।
সে ইন্দ্রবাড়ির অহেতুল্লাহর ছেলে বলে জানাগেছে।
এবিএন/জামাল/জসিম/এমসি