বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • রোহিঙ্গা নির্যাতন বন্ধের দাবিতে সাটুরিয়ায় ছাত্রদের মানববন্ধন

রোহিঙ্গা নির্যাতন বন্ধের দাবিতে সাটুরিয়ায় ছাত্রদের মানববন্ধন

রোহিঙ্গা নির্যাতন বন্ধের দাবিতে সাটুরিয়ায় ছাত্রদের মানববন্ধন

মানিকগঞ্জ, ৬ সেপ্টেম্বর, এবিনিউজ : মিয়ানমারের আরাকানে রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য মানুষ হত্যা ও নির্যাতনের প্রতিবাদে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ছাত্রদের উদ্যোগে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার দুপুরে সাটুরিয়া বাসস্ট্যান্ড ও সাটুরিয়া প্রেসক্লাবের সামনে ১ ঘন্টা ব্যাপী সাটুরিয়া ছাত্র সমাজের উদ্যোগে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।

মানবন্ধন থেকে মিয়ানমারের আরাকানে রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য মানুষ হত্যা ও নির্যাতনের প্রতিবাদ ও তাদের বাংলাদেশে আশ্রয়ের দাবি জানানো হয়েছে।

মানববন্ধন শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, মানবন্ধনের আয়োজক রফিকুল ইসলাম অভি, মো: সালমান বাপ্পি, পাপ্পু , বিজয় আহম্মেদ, নাফিউল ইসলাম, গোফরানসহ প্রমুখ।

মানবন্ধনে বক্তারা মিয়ানমারের আরাকানে রোহিঙ্গা মুসলিম ও হিন্দু হত্যা বন্ধ করার জন্য জাতিসংঘের আশু হস্তক্ষেপ কামনা ও নির্যাতিত দের বাংলাদেশে আশ্রয় দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানায়।

ঘন্টা ব্যাপী মানবন্ধনে সাটুরিয়ার বিভিন্ন স্কুল, কলেজরে প্রায় অর্ধ শতাধিক ছাত্র অংশ গ্রহণ করে।

এবিএন/সোহেল/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত