শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত ১

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত ১

শ্রীমঙ্গল, ৬ সেপ্টেম্বর, এবিনিউজ : শ্রীমঙ্গলে এক সড়ক দুর্ঘটনায় মোফাজ্জল আলম (৩৫) নামক বেসরকারি সংস্হা আরডিআরএস, শ্রীমঙ্গল এর এক কর্মকর্তা নিহত হয়েছেন। তিনি উক্ত সংস্থার ‘লার্নিং ফেসিলিটেটর’ পদে কর্মরত ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আজ বুধবার সকাল নয়টায় মোটরবাইক যোগে তিনি সুরভীপাড়া আবাসিক এলাকা থেকে বের হয়ে শহরের মৌলভীবাজার রোডে ওঠা মাত্রই এই দুর্ঘটনা ঘটে। বিপরীত দিক থেকে আসা একটি মাছ বোঝাই ট্রাকের ধাক্কায় তার মোটরবাইকটিকে টেনে-হিচড়ে কিছু দূর নিয়ে যায়। তিনি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

মোফাজ্জল আলমের গ্রামের বাড়ি মৌলভীবাজারের নাজিরাবাদ ইউনিয়নে। শ্রীমঙ্গলের সুরভীপাড়াস্থ তার বড়ভাইয়ের বাড়িতে তিনি অবস্থান করছিলেন। খবর পেয়ে মোফাজ্জলের নিকটাত্মীয়রা ঘটনাস্থলে এলে হৃদয়বিদারক দৃশ্যের অবতারনা হয়।

খবর পেয়ে শ্রীমঙ্গল থানার পুলিশ ঘটনাস্হলে যান এবং ট্রাকচালককে আটক করেছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করা হবে বলে শ্রীমঙ্গল থানা সূত্র জানায়।

এবিএন/কাজল/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত