![মানিকগঞ্জে ছাগলে সিম গাছ খাওয়াকে কেন্দ্র করে নারী খুন](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/09/06/manikgoanj_abnews24 copy_98451.jpg)
মানিকগঞ্জ, ৬ সেপ্টেম্বর, এবিনিউজ : মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় প্রতিবেশীর ছাগলে সিম গাছ খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে এক নারীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে ঢাকার সাভারের একটি বেসরকারি হাসপাতালে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। নিহত মহিলা পারুল বেগম (৫০)। সে সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের বাহাদিয়া গ্রামের সাইদুর রহমানের স্ত্রী।
জানা গেছে, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের বাহাদিয়া গ্রামের সাইদুর রহমানের প্রতিবেশী জসিমের বাড়ির ছাগল সাইদুরের সিম গাছ খেয়ে নষ্ট করে। বিষয়টি নিয়ে পারুল বেগমের সঙ্গে জসিমের পরিবারের লোকজনের কথা কাটাকাটি হয়। পরে জসিমের লোকজন পারুলের উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে তাকে কুপিয়ে আহত করে।
পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় পারুলকে উদ্ধার করে সাভারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। এরপর বুধবার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় পারুল।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানায়, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় সিংগাইর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এবিএন/সোহেল/জসিম/এমসি