বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

কুলাউড়ায় সিএনজি সিএনজি ছিনতাই আতংক

কুলাউড়ায় সিএনজি সিএনজি ছিনতাই আতংক

কুলাউড়া (মৌলভীবাজার), ৬ সেপ্টেম্বর, এবিনিউজ : কুলাউড়ায় সিএনজি চালক আসাদ আহমদ হত্যাকারীদেরকে অবিলম্বে গ্রেফÍারের দাবীতে বিক্ষোভে ফুসে উঠেছেন শ্রমিকরা। তারা সিএনজি চালক আসাদের খুনিদের গ্রেফতারের জন্য প্রশাসনকে ১ সপ্তাহের সময় বেধে দিয়ে আল্টিমেটাম দিয়েছে।

তারা বলেন, আজ সিএনজি শ্রমিকদের জানমালের নিরাপত্তা নেই। ১৫ দিনের ব্যবধানে জুড়ী রোডে লিটন নামে এক সিএনজি চালককে খুন করে সিএনজি ছিনতাইয়ের পর আবারও কুলাউড়ায় আসাদ নামে আরেক শ্রমিককে হত্যা করে সিএনজি ছিনতাইয়ের ঘটনায় চরম নিরাপত্তীনতায় ভুগছেন এ সেক্টরের হাজার হাজার চালকরা।

৬ দিনেও আসাদের খুনিদেরকে পুলিশ আটক করতে না পারায় পুলিশের ভুমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন শ্রমিকরা। তারা আজ বুধবার দুপুরে কুলাউড়া শহরে এক বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সভা করে।

কুলাউড়া শহরে কালো ব্যাজ ধারন করে বিক্ষোভ মিছিল শেষে মানব বন্ধনে একাতœতা পোষন করে বক্তব্য রাখেন, নারী নেত্রী কুলাউড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম, শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন(২৩৫৯) এর সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন কুলাউড়া শাখার সভাপতি মাখন মিয়া, শ্রমিক নেতা লিয়াকত, সিএনজি শ্রমিকের উপজেলা সম্পাদক আজাদ বখস,সাবেক উপজেলা সম্পাদক সোহাগ মিয়া, জেলা শ্রমিক দলের মৌলভীবাজার জেলা শাখার অন্যতম নেতা আব্দুল জব্বার বাবলু, জুড়ী উপজেলা সভাপতি মাসুক আহমদ, শ্রমিক নেতা লিটন মিয়া, চৌমুহনী কমিটির সভাপতি সেলিম, রবিরবাজার মালিক সমিতির সভাপতি আকুল মিয়া, শ্রমিক নেতা শিপলু ও আলিম প্রমুখ। অনুষ্টান পরিচালনা করেন উপজেলা লাইন সম্পাদক জালাল আহমদ।

মানব বন্ধনে বক্তারা আগামী ১ সপ্তাহের মধ্যে সিএনজি চালক আসাদের খুনিদের সনাক্ত করে খুনিদেরকে গ্রেফÍার করে আইনের আওতায় এনে সিএনজি চালকদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবী জানান। অন্যথায় কর্মবিরতী নিয়ে রাজপথে নামতে বাধ্য হবেন শ্রমিকরা।

উল্লেখ্য, ৪ দিন নিখোঁজের পর গত ৪ সেপ্টেম্বর কুলাউড়ার লংলা চা বাগানের লালপুর কাটাবিল এলাকা থেকে তার সিএনজি চালক আসাদের লাশ উদ্ধার করে পুলিশ। খুনিরা আসাদকে খুন করে সিএনজি গাড়িটি ছিনতাই করে।

নিহত আসাদ কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের মনরাজ গ্রামের উম্মর আলীর ছেলে। এ ঘটনায় নিহতের আসাদের পিতা কুলাউড়া থানায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

এদিকে কুলাউড়া ও জুড়ীর দুই সিএনজি চালককে হত্যার পর দুটি গাড়ী ছিনতাইয়ের ঘটনায় উদ্বিগ্ন পুলিশ প্রশাসনও। সিলেটের ডিআইজির নিদের্শে রহস্য উদঘাটনে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ। কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ কমিটির প্রধান হিসাবে কাজ করছেন বলে জানা গেছে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ শামীম মুসা এ ব্যাপারে নয়া দিগন্তকে বলেন, একটি চক্র এ মিশনে নেমেছে বলে পুলিশ ধারনা করছে। জুড়ী ও কুলাউড়ায় একই স্টাইলে চালককে হত্যা করে সিএনজি ছিনতাইয়ের ঘটনায় পুলিশ সর্বশক্তি দিয়ে খুনিদের ধরতে কাজ করছে।

এবিএন/পবন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত