![কিশোরগঞ্জে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/09/07/tran_abnews_98561.jpg)
তারাগঞ্জ (রংপুর), ৭ সেপ্টেম্বর, এবিনিউজ : নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ১নং বড়ভিটা ইউনিয়নে গতকাল বুধবার সকাল ১১টার সময় বন্যার্তের মাঝে ‘দ্য বাংলাদেশ টুডে’ পত্রিকার আয়োজনে বড়ভিটা ইউনিয়নের দলবাড়ী, উঃ বড়ভিটা, তেলিপাড়া ও মাছুয়াপাড়া গ্রামে এক হাজার বন্যার্তের পরিবারের মাঝে ত্রাণ সামগ্রি বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ‘দ্য বাংলাদেশ টুডে’ পত্রিকার চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর জনাব জোবায়ের আলম (সুমন), সহ-ধর্মীনি মারজান জেনিফা, জনাব মোঃ শফিকুল ইসলাম, মোঃ ওহিদুল ইসলাম, মনিরুজ্জামান মানিক, রংপুর প্রতিনিধি আজম আলী পারভেজ, জলঢাকা প্রতিনিধি হাফিজুর রহমান, তারাগঞ্জ প্রতিনিধি বিপ্লব হোসেন অপু, কিশোরগঞ্জ প্রতিনিধি মহিউদ্দিন শেখ মাফি প্রমুখ।
এবিএন/অপু/জসিম/এমসি