![মানিকগঞ্জে সাংবাদিককে পুলিশ সুপারের ক্রেস্ট প্রদান](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/09/07/police_abnews_98562.jpg)
মানিকগঞ্জ, ৭ সেপ্টেম্বর, এবিনিউজ : সৎ, নিরপেক্ষ, দায়িত্বশীল ও পেশাদারিত্ব সাংবাদিকতার জন্য চ্যানেল ২৪ এর মানিকগঞ্জের স্টাফ রিপোর্টার মো: ইউসুফ আলীকে মানিকগঞ্জ পুলিশ সুপার মাহফুজুর রহমান বিপিএম এর পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
গতকাল বুধবার বিকালে মানিকগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিক মো: ইউসুফ আলীকে পুলিশ সুপার মাহফুজুর রহমান এ ক্রেস্ট প্রদান করে।
এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মাহফুজুর রহমান বিপিএম, সহকারী পুলিশ সুপার (ডিএসবি) হামিদুর রহমান সিদ্দিকী পিপিএম, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী প্রমূখ।
এ সময় পুলিশ সুপার মাহফুজুর রহমান বিপিএম সাংবাদিকদের নিরপেক্ষ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের আহ্বান জানান। একই সাথে সৎ, দক্ষ, নিরপেক্ষ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকদের পরবর্তীতে পুরস্কৃত করার ঘোষণা দেন।
চ্যানেল ২৪ এর মানিকগঞ্জের স্টাফ রিপোর্টার মো: ইউসুফ আলী জানায়, সাংবাদিকতা জীবনের প্রথম পুরস্কার পেলাম আজ। সাংবাদিকতার জন্য মানিকগঞ্জের পুলিশ সুপার জনাব মাহফুজুর রহমান এর নিকট থেকে পুরস্কার পেয়ে সত্যিই আনন্দিত, গর্বিত ও উৎসাহিত।
এবিএন/সোহেল/জসিম/এমসি