![ইসলামপুরে ভিজিডির চালসহ গ্রেপ্তার ১](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/09/07/jamalpur_abnews24 copy_98619.jpg)
জামালপুর, ০৭ সেপ্টেম্বর, এবিনিউজ : জামালপুরের ইসলামপুরে ভিজিডির চালসহ এক কালোবাজারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানাগেছে, গতকাল ০৬ সেপ্টেম্বর বিকেলে সাপধরি ইউনিয়নের ১৬৫ বস্তা ভিজিডি’র চাল পাচার হচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চেঙ্গানিয়া থেকে নৌকা যোগে ইসলামপুর আমতলী ঘাটে পৌছে। চালের বস্তায় ভিজিডি লেখা দেখে স্থানীয়দের মাঝে সন্দেহ হয়। বিক্ষুব্দ জনতা ১০০ বস্তা চাল লুট করে। ইসলামপুর ইউএনও এহছানুল মামুন পুলিশ নিয়ে ঘটনাস্থলে হাজির হন। এ সময় ১৬৫ বস্তা ভিজিডির চালসহ কালোবাজারী তোতাকে আটক করে। কালোবাজারীর বরাত দিয়ে ওসি দ্বীন-ই-আলম জানান-চালগুলো সাপধরি ইউপি চেয়ারম্যান জয়নালের কাছ থেকে ক্রয় করেছে। চাল আটককালে আরো ৩ কালোবাজারী পালিয়ে যায়। এ ব্যপারে ইসলামপুর থানায় মামলা দায়ের হয়েছে। ওদিকে ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন চাল বিক্রির কথা অস্বীকার করেছেন।
এবিএন/শাহ্ জামাল/জসিম/তোহা