
ঢাকা, ০৭ সেপ্টেম্বর, এবিনিউজ : রাষ্ট্রায়ত্ব সোনালী, জনতা, বাংলাদেশ কৃষি ব্যাংক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকসহ মোট ৪ ব্যাংকে ২ হাজার ২৪৬ জন ক্যাশ কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এই নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোনালী ব্যাংক লিমিটেডে ১ হাজার ২৭৪ জন, জনতা ব্যাংক লিমিটেডে ৬৩৩ জন, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডে ২১ জন এবং বাংলাদেশ কৃষি ব্যাংকে ৩১৮ জনকে নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা পরে আরো বাড়তে বা কমতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন। প্রার্থীদের বয়সসীমা ১ সেপ্টেম্বর ২০১৭ তারিখে সর্বোচ্চ ৩০ বছর এবং মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
এইসব পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল- ২০১৫ অনুসারে ১৬০০০- ১৭৬৪০ থেকে ৩৫০৪০- ৩৮৬৪০ টাকা হবে। এর সঙ্গে নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধাও দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এবিএন/জনি/জসিম/জেডি