কুলাউড়া (মৌলভীবাজার), ৭ সেপ্টেম্বর, এবিনিউজ : মৌলভীবাজারের কুলাউড়ায় জৈষ্ট্যতা লংঘন করে এক কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগের ঘটনায় বিভিন্ন দপ্তরে ধর্ণা দিয়ে প্রতিকার না পেয়ে অবশেষে আদালতে গড়াচ্ছে বিষয়টি। সর্বশেষ মহামান্য হাইকোর্টের নির্দেশে জৈষ্ট্যতা লংঘনের বিষয়য়ে সিলেট শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ তদন্ত সম্পন্ন করেছেন।
জানা যায়, কুলাউড়ার ইউসুফ গনী আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে জৈষ্ট্যতা লংঘন করে জুনিয়র প্রভাষককে দায়িত্ব প্রদান করার ঘটনায় সিনিয়র সহকারী অধ্যাপককে দায়িত্ব প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে নির্দেশ প্রদান করেছেন হাইকোর্ট। আদালতের আদেশের প্রেক্ষিতে সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের গঠিত তদন্ত কর্মকর্তা গত ৬ সেপ্টেম্বর কলেজে এসে তদন্ত করেছেন।
তদন্ত কর্মকর্তা সিলেট শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক সৈয়দ মোয়াজ্জেম হোসেন জানিয়েছেন, তিনি কলেজের নথিপত্র সংগ্রহ করেছেন এবং কলেজের সিনিয়রটি ও জুনিয়রিটির বিষয়টি পর্যালোচনা করে বোর্ডের চেয়ারম্যান বরাবরে ২/১ দিনের মধ্যে রিপোর্ট উপস্থাপন করা হবে।
হাইকোর্টে রিটকারী সিনিয়র সহকারী অধ্যাপক মো: আব্দুর নূর জানান, ইউসুফ গনি আদর্শ কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রভাষক শাহ আলম সরকারকে নিয়ম বহির্ভূত প্রক্রিয়ায় দায়িত্ব প্রদান করায় এ বিষয়ে প্রতিকার চেয়ে মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করলে হাইকোর্ট ৬০ কার্যদিবসের মধ্যে বিষয়টির নিষ্পত্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে নির্দেশ প্রদান করেছেন।
হাইকোর্টের নির্দেশের প্রেক্ষিতে ৬ সেপ্টেম্বর সিলেট শিক্ষা বোর্ডের পক্ষ থেকে তদন্ত করা হয়েছে।
তিনি আরও বলেন, ইউসূফ গনী আদর্শ কলেজের অধ্যক্ষ জগদিন্দু ধর ২০১৫ সালে অবসর গ্রহনের পর কলেজ গভর্নিং বডি সিনিয়রিটি লংঘন করে কলেজের অধিক জুনিয়র প্রভাষক শাহ আলম সরকারকে অবৈধভাবে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান করেন। যা বেসরকারী শিক্ষা প্রতিষ্টান নীতিমালার সুষ্পষ্ট লংঘন।
এ ব্যাপারে সিলেট শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক সৈয়দ মোয়াজ্জেম হোসেন বলেন, ‘মহামান্য সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশনে দায়েরকৃত রিট পিটিশন ৮২০৩/২০১৭ এর নির্দেশনার আলোকে আদালত কর্তৃক জারিকৃত নির্দেশনা মোতাবেক তিনি কলেজে সরেজমিনে এসে তদন্ত কাজ সম্পন্ন করেছেন। ২/১ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট চেয়ারম্যান বরাবরে জমা প্রদান করব।’
এবিএন/পবন/জসিম/এমসি