
মুন্সিগঞ্জ, ৮ সেপ্টেম্বর, এবিনিউজ : টঙ্গিবাড়ী উপজেলার হাসাইল গ্রামে বর্জ্রপাতে ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। সরেজমিনে গিয়ে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাতের দিকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল এসময় প্রচুন্ড শব্দে বর্জ্রপাত পড়ে।
বর্জ্রপাতে হাসাইল গ্রামের শিবু দাসের ছেলে হৃদয় দাস(২০) নিহত হয় এছাড়াও একই গ্রামের গনি মিয়ার মেয়ে লিজা আক্তার ( ১৬) মালিগাও গ্রামের রিপন মিয়ার ছেলে রমজান মারাত্মক ভাবে আহত হন।
আহত দুজনকে টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এবিএন/টিপু/জসিম/এমসি