মাদারীপুর, ০৮ সেপ্টেম্বর, এবিনিউজ : মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের ৯ নং ওয়াড়ের উত্তর দুধ খালী বড় বাড়ী এলাকার ইসরাফিল হাওলাদারের ২টি গরু চুরি করে নিয়ে যায় ও তাহার ঘরে আগুন লাগিয়ে দেয়। এতে প্রায় ৩ লক্ষ টাকার খয়ক্ষতি হয়েছে বলে অভিযো পাওয়া গেছে। ভুক্তভুগী ও স্থানীয় সুত্রে জানাযায় গত ৬ সেপ্টেম্বর আনুমানিক রাত সাড়ে ৮টার সময় পূর্ব শত্রুতার জের ধরে শাহিন (৩০) হাচান (২৭) আলামিন (২৫) এমারাত হাওলাদার (৩০) লাভলু হাওলাদার (৪০) রিপন হাওলাদার (৪০) নামের এরাকার কতিপয় সন্ত্রাসী লোক গুলো তাহদের হাতে রামদা,সেনদা, চাইনিস কুরাল ও দেশীয় অস্ত্র নিয়ে তাহারা আমাদের বাড়ীতে ঢুকে গরু ঘরে আগুন লাগিয়ে দেয় এবং গরু ঘরে থাকা ২টি গরু চুরি করে নিয়ে পলিয়ে যায়। আগুন দেখে বাড়ির লোকজন চিৎকার দিলে তাহাদের চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে পাসের পুকুর থেকে পানি নিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে বলে যানায়। ভুক্তভুগীরা জনান এতে প্রায় ৩ লক্ষ টাকার খয়ক্ষতি হয়েছে।
প্রতিপক্ষ হাজী শামচুল হক হাওলাদারের কাছে এঘটনার বিষয়ে যানতে চাইলে তিনি বলেন, বাড়ির লোকজনের যাতায়াতের যায়গা না থাকায় তাদের জায়গা নিয়ে আমাদের সাথে মনোমালির্ন্য চলছে। আমরা কেউ এ ঘটনার সাথে জরিত নয়। তবে তারা নিজের গরু ঘরের গরু অন্যত্র সরিয়ে নিয়ে আগুন দিয়ে আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা করছে।
দুধখালী ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান (হিরু) খান বলেন, ইসরাফিল হাওলাদার ও শামচুল হক হাওলাদারের সাথে বাড়ির একটি পথ নিয়ে দির্ঘদিন উভয়ের মাঝে বাত তর্ক হয়ে আসছিল। এ ঘটনা কে বা কাহারা ঘটিয়েছে আমার যানা নেই। তবে অপরাধী যেইহোক আইনের মাধ্যমে তার শ^াস্তি পাওয়া উচিত। এবিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসানের কাছে যানতে চাইলে তিনি জনান আমাদের একটা অভিযোগ আসছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এবিএন/সাব্বির হোসাইন আজিজ/জসিম/তোহা