শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

লোহাগড়ায় নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

লোহাগড়ায় নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

নড়াইল, ০৮ সেপ্টেম্বর, এবিনিউজ : নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ইছামতি বিলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলার নলদী ইউনিয়নের হলদাহ, গাছবাড়িয়াসহ তিনটি গ্রামের যুব সমাজের আয়োজনে প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে আসা ৫টি নৌকা অংশগ্রহণ করে।

ইছামতি বিলের মাঝখান থেকে ছেড়ে আসা নৌকাগুলি দুই কিলোমিটার দূরত্ব অতিক্রম করে গাছবাড়িয়া গ্রামের ব্রীজের সামনে এসে শেষ হয়।

প্রতিযোগিতায় প্রথম হয়েছে- হলদাহ গ্রামের মান্নান মিয়ার নৌকা, দ্বিতীয় হয়েছে চরবালিদিয়া গ্রামের লুৎফর রহমানের নৌকা এবং তৃতীয় হয়েছে হলদাহ গ্রামের সাবু শেখের নৌকা।

এ প্রতিযোগিতা দেখতে নলদী, শ্ববর্তী লাহুড়িয়া ও নোয়াগ্রাম ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ উপস্থিত হয়।

আয়োজক নলদী ইউনিয়নের হলদা গ্রামের ইউপি সদস্য মোজাফফর মজুমদার জানান, ঈদ পরবর্তী গ্রামের মানুষের মাঝে নির্মল আনন্দ ছড়িয়ে দিতেই নৌকা বাইচের আয়োজন করা হয়।

বর্তমান সময়ে আকাশ সংস্কৃতি, ফেসবুকসহ প্রযুক্তি নির্ভর বিনোদনের দিকে ঝুঁকে পড়েছে বিভিন্ন বয়সের মানুষ। গ্রামের নারীরা সাধারণত নৌকা বাইচ দেখার সুযোগ পান না। সব বয়সের মানুষের মাঝে একটু আনন্দ দিতেই এ আয়োজন করা হয়।

এবিএন/রাজ্জাক/জসিম/এআর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত