শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

হবিগঞ্জে নৌকাডুবিতে নিহত ৩, নিখোঁজ ৭

হবিগঞ্জে নৌকাডুবিতে নিহত ৩, নিখোঁজ ৭

হবিগঞ্জ, ০৮ সেপ্টেম্বর, এবিনিউজ : হবিগঞ্জে খোয়াই নদীতে নৌকা ডুবির ঘটনায় তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শতাধিক যাত্রী নিয়ে শহরের চৌধুরী বাজার পৌর ঘাটলা থেকে সুজাতপুরের উদ্দেশ্যে যাচ্ছিলো ইঞ্জিনচালিত ওই নৌকাটি। যাত্রাপথে নদীতে বানের পানির স্্েরাতে নৌকাটি ডুবে যায়। হবিগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবু তাহের এসব তথ্য জানান।

তিনি জানান, নৌকাটি পাথরছড়া এলাকায় পানিতে ডুবে যাওয়ার পর অধিকাংশ যাত্রী সাতরে নদীর পাড়ে উঠলেও মহিলা ও শিশুরা পানিতে তলিয়ে যায়। রাত ৯টার স্থানীয় লোকজন খোঁজাখুজির পর ৩ জনের লাশ উদ্ধার করেন।

দুর্ঘটনার পর থেকে নৌকার মাঝি আইনাল হকও নিখোঁজ রয়েছে। আবু তাহের জানান, শুক্রবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত ঢাকা থেকে আগত ফায়ার সার্ভিসের ডুবুরি দল খোয়াই নদীতে অনুসন্ধান চালালেও আর কোন লাশ পায়নি। তবে এখনও নিখোঁজ রয়েছে ৭ জন। যাদের লাশ পাওয়া গেছে তারা হলেন হবিগঞ্জ শহরের বাতিরপুর এলাকার বাসিন্দা অবলা সরকার (৩০), বানিয়াচং উপজেলার ভবানীপুর গ্রামের বাসিন্দা শিশু মুক্তারানী দাশ (৪) ও কাশিপুর গ্রামের ফুলচান (৭০)।

গুরুতর আহত অবস্থায় ৪ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- বানিয়াচং উপজেলার শাহপুর গ্রামের সাফিয়া আক্তার (১৮), রিপন মিয়া (২২), একই উপজেলার রতপুর গ্রামের শাহেদা খাতুন (৪৫) মোহাম্মদ আলী (৬০)।

হবিগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মনিরুজ্জামান জানান, উদ্ধার অভিযান আজ বিকেলে স্থগিত করা হয়েছে।

হবিগঞ্জ জেলা গোয়েন্দা কর্মকর্তা শাহ গোলাম মর্তুজা জানান, শুক্রবার সকাল থেকে উদ্ধার কাজ চলেছে। ৩টি লাশ পাওয়া গেলেও এখনও ৭/৮ জন নিখোঁজ রয়েছে।

তিনি জানান, পুলিশের তালিকায় নিখোঁজ ব্যক্তিরা হচ্ছে- হবিগঞ্জ সদর উপজেলার বড়কান্দি গ্রামের জানু মিয়ার স্ত্রী মিনারা বেগম (২৮), পুত্র জুম্মন মিয়া (৭ মাস) ও কন্যা অনামিকা (৭), একই গ্রামের আলাই মিয়ার কন্যা নুরজাহান বেগম (৩০), লাখাই শাহপুর গ্রামের ইসলাম উদ্দিনের স্ত্রী আলিমা বেগম (৩২), একই গ্রামের নজির মিয়ার পুত্র আইনুল হক (২৫), ফান্দ্রাইল গ্রামের জালাল চৌধুরীর স্ত্রী আঙগুরা খাতুন (২৮) ও পুত্র আব্দুল রাকিব চৌধুরী (৪)।

এদিকে রাতেই নিহতের প্রত্যেক পরিবারকে ১০ হাজার টাকা করে আর্থিক অনুদান দেয়ার ঘোষণা দেন অতিরিক্ত জেলা প্রশাসক এমরান হোসেন। ইতোমধ্যে এই অনুদানের টাকা বিতরণ করা হয়েছে।

এবিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত